সোমবার, ৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

সার্বিয়ার আনা ইভানোভিচের কাছে হেরে গেলেন মার্কিন পাওয়ার কন্যা সেরেনা

f_ivanovic_d7_11

সব ভবিষ্যৎ বাণীকে মিথ্যা প্রমাণ করে সার্বিয়ার আনা ইভানোভিচের কাছে হেরে গেলেন মার্কিন পাওয়ার কন্যা সেরেনা।এর ফলে অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় নিয়েছেন পাঁচ বারের চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস।

রোববার মেলবোর্ন পার্কে চতুর্থ রাউন্ডে ১৪তম বাছাই ইভানোভিচ ৪-৬, ৬-৩, ৬-৩ গেমে হারান শীর্ষ বাছাই উইলিয়ামসকে। মার্কিন তারকার বিপক্ষে এটাই ইভানোভিচের প্রথম সাফল্য। আগের চারটি ম্যাচে হেরেছিলেন তিনি।উইলিয়ামসকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠার পর সার্বিয়ার এই তারকা বলেন, "এটা চমৎকার। সত্যি বলতে কি, আমি কোর্টে আমার সর্বোচ্চটা দিয়ে খেলার চেষ্টা করেছিলাম। আমি এখন রোমাঞ্চিত।অস্ট্রেলিয়ান ওপেন শুরুর আগে দারুণ ফর্মে ছিলেন বর্তমানের ফ্রেঞ্চ ও ইউএস ওপেন চ্যাম্পিয়ন উইলিয়ামস। অনেকেই মেয়েদের টেনিসের এক নম্বর এই খেলোয়াড়কে ২০১৪ সালের চার গ্র্যান্ড স্লামের অন্যতম দাবিদার হিসেবে দেখছিলেন।

 

তবে রড লেভার অ্যারেনায় ইভানোভিচের কাছে বছরের প্রথম গ্র্যান্ড স্লামেই হেরে গেলেন ৩২ বছর বয়স্ক উইলিয়ামেস।

২৬ বছর বয়সী ইভানোভিচ এর ২০০৮ সালের ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন। কিন্তু এর পর কোনো গ্র্যান্ড স্লামের কোয়ার্টার-ফাইনালে তিনি উঠতে পেরেছিলেন একবারই-২০১২ সালের ইউএস ওপেনে।

 

এ জাতীয় আরও খবর