আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতকর্মীরা বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে।
শনিবার সকাল সাড়ে ১১টার দিকে দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি পৌরশহরের সড়ক বাজার ও লালবাজার এলাকা প্রদক্ষিণ করে একইস্থানে ফিরে পথসভায় মিলিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপি সভাপতি ইঞ্জিনিয়ার মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক লায়ন আবুল মুনসুর মিশন, পৌর বিএনপি সভাপতি বাহার মিয়া, সাধারণ সম্পাদক শাহদাত হোসেন লিটন, উপজেলা যুবদল সভাপতি নাহিদুল ইসলাম নাহিদ ও সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ প্রমুখ।