মঙ্গলবার, ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

মাদক প্রতিরোধে বলিষ্ট ভূমিকা রাখার প্রত্যয়ে কসবা সুপার স্টার ক্লাব যাত্রা শুরু

kasba-4ব্রাহ্মণবাড়িযার কসবা সুপার স্টার ক্লাব নামে একটি অরাজনৈতিক সংগঠন গতকাল মঙ্গল সকালে কসবা রেলস্টেশন এলাকায় তার শুভু উদ্বোধন করা হয়।
 মো.রুবেলের সভাপতিত্বে নবাগত কসবা সুপার স্টার ক্লাবের শুভু উদ্বোধন করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন কসবা উপজেলা শাখার সাধারণ সম্পাদক এম তবিবুর রহান জীবন সাংবাদিক। বিশেষ অতিথি ছিলেন মো.মঙ্গল মিয়া,মো.হারুন মিয়া,মো.সোহেল।
মো.রুবেল কে সভাপতি,মো.আল আমিন কে সাধারণ সম্পাদক ও এ আর
মোস্তফাকে সাংগঠনিক সম্পাদক করে ৬০ সদস্য বিশিস্ট কসবা সুপার স্টার ক্লাব গঠিত হয়।
প্রধান অতিথি এম তবিবুর রহমান জীবন বলেন  এই ক্লাবের মাধ্যমে যুবসমাজকে মাদক প্রতিরোধে বলিষ্ট ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।