বিজয়নগর উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের আলোচনা সভা অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা প্রেসক্লাবে শনিবার দুপুরে বিজয়নগর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা উপজেলা প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম লিটনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আজহাল ইসলাম খান শাহআলমের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কাজী শরিফ উদ্দিন, সহ-সভাপতি সারোয়ার হাজারী পলাশ, যুগ্ম সম্পাদক এসএম জহিরুল আলম চৌধুরী টিপু, সাংগঠনিক সম্পাদক মহসীন আলী, দপ্তর সম্পাদক আনোয়ার মিল্টন, কার্যকরী সদস্য শাহীন প্রমুখ। আলোচনা সভায় বিজয়নগর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শ.ম হামিদুল আলম চৌধুরীর ২য় তম মৃত্যু বার্ষিকী আগামী ২ জানুয়ারী উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে দোয়া ও মাহফিলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পালিত হবে বলে সিদ্ধান্তে গৃহীত হয়।