ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় নারী নিহত
কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার উড়শিউড়া এলাকায় বাসচাপায় রিতা ইসলাম(৩৩) নামে এক নারী নিহত হয়েছেন। এতে শিশুসহ দুইজন আহত হন।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। রিতা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উজজেলার শীতলপাড়া গ্রামের বাসিন্দা।
আহতরা হলেন-নিহত রিতার তিন বছর বয়সী মেয়ে তাজরিন ইসলাম ও একই উপজেলার বিশারবাড়ি গ্রামের আলী নেওয়াজের ছেলে মনির হোসেন(২৫)। তবে, আহত তাজরিনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
ট্রাফিক পুলিশের পরিদর্শক বায়েজিদ আহমেদ বাংলানিউজকে জানান, রিতা ও তার মেয়ে কসবা থেকে একটি অটোরিকশায় ব্রাহ্মণবাড়িয়া সদরের দিকে যাচ্ছিলেন। এ সময় উপজেলার উড়শিউড়া এলাকায় দিগন্ত পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়।
এতে অটোরিকশাটি সড়কের পাশে পড়ে যায়। এরপর ঘটনাস্থল থেকে আহতাবস্থায় রিতা, তার মেয়ে তাজরিন ও অটোরিকশা চালককে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে রিতার মৃত্যু হয়।
নিহত রিতার মেয়েকে ঢাকায় পাঠানো হয়েছে। আহত অটোরিকশা চালককে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়।