মঙ্গলবার, ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

….আওয়ামী লীগ সরকারের বারোটা নয় চৌদ্দটা বেজে যাবে

Ronyজনাব হোসাইন মোহাম্মদ এরশাদের জাপার যে কয়জন সদস্যকে মন্ত্রীসভায় নেয়া হয়েছে, তারা সবাই যোগ্যতা সম্পন্ন। আমাদের মত আওয়ামীলীগের শ-খানেক এমপিকে পকেটে নিয়ে ঘুরতে পারে এরকম যোগ্যতা কিন্তু এদের সবারই আছে। তাদের কূটনীতি, তাদের দক্ষতা, তাদের রাজনৈতিক কুটকৌশল, তাদের মাসল পাওয়ার এবং তাদের মানিটরি পাওয়ার সবই রয়েছে। কোথায় আনিসুল ইসলাম কিংবা রুহুল আমীন হাওলাদার আর কোথায় গোলাম মাওলা রনি। আমার মত একশ গোলাম মাওলা রনিকে উপরের পকেটে রাখতে পারে নিচের পকেটেও রাখতে পারে। এক মাসের সময়ের মধ্যে তাদের সংশ্লিষ্ট এলাকাতে ঝিমিয়ে পড়া জাতীয় পার্টিকে চাঙ্গা করে ফেলবে এবং আওয়ামী লীগের প্রত্যেকটা লোকের বারটা বাজিয়ে দেবে রাজনৈতিকভাবে। সেই জিনিসটি শুরু হয়ে গেছে। শুধু তাই নয়, হোসাইন মোহাম্মদ এরশাদ সাহেব, উনার যখন প্রয়োজন মনে করবেন, তখন তিনি একমিনিটের মধ্যে উনার সুর চেঞ্জ করে, উনার সম¯ত্ম লোকজন সহকারে সরকার থেকে পদত্যাগ করতে উনার এক মিনিট সময় লাগবে না। এবং সেই জিনিসটা যদি কোনো কারণে ঘটে, আওয়ামী লীগ সরকারের বারোটা নয় চৌদ্দটা বেজে যাবে।

 রোববার রাতে তরুণ রাজনীতিবিদ গোলাম মাওলা রনি তৃতীয় মাত্রায় এসব কথা বলেছেন।