আগামী ২২ নভেম্বর এডঃ লুৎফুল হাই সাচ্চুর ৩য় মৃত্যু বার্ষিকী
আগামী ২২ নভেম্বর, ২০১৩ আমার স্বামী ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি, সংসদ সদস্য মরহুম লুৎফুল হাই সাচ্চুর ৩য় মৃত্যু বার্ষিকী। তার সহধর্মিনী আমি মিসেস ফরিদা হাই ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ, সহযোগী সংগঠনের বিশাল কর্মীবাহিনী এবং ব্রাহ্মণবাড়িয়ার শান্তিপ্রিয় জনগন এর নিকট বিনীতভাবে জানাচ্ছি যে, মরহুমের স্মৃতি পরিষদের পক্ষ থেকে মরহুমের ব্রাহ্মণবাড়িয়ার পিত্রালয়ে আগামী ২৯ নভেম্বর, ২০১৩ মিলাদ,দোয়া মাহফিল এবং স্মৃতিচারণ সভার আয়োজন করা হবে। আপনারা তার আত্মার সাথী। আমরা উক্ত অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি কামনা করি। আপনাদের সদয় অবগতির জন্য আরে জানাতে চাই যে, ব্রাহ্মণবাড়িয়া কোন এলাকা/শহর/ইউনিয়ন/উপজেলার যদি কেহ কোন প্রতিষ্ঠান মরহুম লুৎফুল হাই সাচ্চুর মৃত্যুবার্ষিকী উদযাপন করতে আগ্রহ এবং ইচ্ছা প্রকাশ করেন তবে আমি এবং আমাদের পরিবার হতে কোন আপত্তি থাকবে না এবং আমরা আপনাদের পাশে থেকে উৎসাহ প্রদান করব। রাজনীতি বহমান-সমযের সাথে, শেষ বলতে কিছু নেই।-নিবেদক ফরিদ হাই (প্রেস বিজ্ঞপ্তি)