শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দুই ঘণ্টা কোথায় ছিলেন এরশাদ?

Arshad-300x169গতকাল মঙ্গলবার বেলা একটায় অনেকটা একাই বাসা থেকে বের হন এরশাদ। সঙ্গে দলের কেউ ছিলেন না। সঙ্গে ছিল না দেহরক্ষীও। কাউকে কিছু না জানিয়ে দীর্ঘ দুই ঘণ্টা তিনি বাইরে অবস্থান করে বেলা তিনটায় বাসায় ফেরেন। এরশাদ কোথায় গিয়েছিলেন সে সম্পর্কে কোন তথ্য পায়নি প্রেসিডেন্ট পার্ক এলাকায় দায়িত্বরত গোয়েন্দা সদস্যরাও।

বাসা থেকে বের হওয়ার আগে এক ঘণ্টা বৈঠক করেন কানাডিয়ান হাইকমিশনারের সঙ্গে। এ বৈঠক শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই এরশাদ বাসা থেকে বের হয়ে যান। এর পরের দুই ঘণ্টা তিনি কোথায় ছিলেন, কি করেছেন- এ বিষয়ে দলের কেউ কিছু জানাতে পারেননি।

জাপা চেয়ারম্যান কানাডার হাইকমিশনারের সঙ্গে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বৈঠক করেন। বেলা ১টার দিকে তিনি বাসা থেকে বের হওয়ার সময় দেহরক্ষী বাদশা মিয়া তার সঙ্গে যেতে চাইলেও তাকে নেননি।

জাতীয় গোয়েন্দা সংস্থার এক সদস্য বলেন, দু’দিন আগেও একই সময় দুই ঘণ্টার জন্য এরশাদ বের হয়েছিলেন কাউকে কোন কিছু না জানিয়ে। গোয়েন্দা সূত্র জানিয়েছে, এরশাদ কূটনৈতিক কোন সূত্রের সঙ্গে একান্ত বৈঠকের জন্যই হয়তো কোথাও গিয়েছিলেন। বিষয়টি গোপন রাখতেই তিনি কাউকে সঙ্গে নেননি। চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয় পার্টির অবস্থান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তার সঙ্গে প্রতিবেশী দেশসহ বিভিন্ন দেশের কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধি পেয়েছে। রাজনৈতিকভাবেও তার সঙ্গে বিভিন্ন পক্ষ নিবিড়ভাবে যোগাযোগ রক্ষার চেষ্টা করছে। মানবজমিন

এ জাতীয় আরও খবর