ভারতের একাধিক তারকার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত
বিনোদন ডেস্ক : বেটিং অ্যাপ মামলায় বলিউড তারকাদের সঙ্গে তলব করা হয়েছিল টালিউডের মিমি চক্রবর্তী ও অঙ্কুশ হাজরাকেও। গত শুক্রবার (১৯ ডিসেম্বর) এই মামলায় বড় পদক্ষেপ নিল ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ব্যাটিং অ্যাপ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে অভিনয়শিল্পী ও ক্রিকেট তারকাদের প্রায় ৮ কোটি রুপির বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে সংস্থাটি। আর এই তালিকায় নাম রয়েছে মিমি আর অঙ্কুশেরও।
ইডির পক্ষ থেকে জানানো হয়, অভিনেত্রী মিমি চক্রবর্তীর ৫৯ লাখের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। অন্যদিকে অঙ্কুশ হাজরার ৪৭ লাখ ২০ হাজার রুপির সম্পত্তি বাজেয়াপ্ত হয়।
ইডির পক্ষ থেকে জানানো হয় একেবারেই অজান্তে নয়, জেনে-বুঝেই এই বেটিং অ্যাপের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন এই তারকারা। অ্যাপটি কোনোরকম অনুমতি ছাড়াই ভারতে সক্রিয় ছিল। অভিনেতা-অভিনেত্রী ও ক্রিকেটারদের অ্যাকাউন্টে যে টাকা আসত, সেখানে উল্লেখ থাকত না সেই টাকার সঠিক উৎস।
‘রক্তবীজ ২’ সিনেমার প্রচার চলাকালীন মিমি ও অঙ্কুশকে তলব করেছিল ইডি। সেই সময়ে এই ঘটনা নিয়ে কটাক্ষ করেছিলেন কুণাল ঘোষ। তার দাবি ছিল, সিনেমার প্রচারে নাকি সাহায্য করে দিয়েছে ইডি। তবে সেসময়েই মিমি ও অঙ্কুশকে দিল্লি গিয়ে ইডির দপ্তরে হাজিরা দিতে হয়েছিল।
স্থানীয় গণমাধ্যমে অঙ্কুশ জানিয়েছিলেন, ওই অ্যাপের সঙ্গে যারা চুক্তিবদ্ধ হয়েছিলেন, তাদের প্রত্যেককেই তলব করা হয়েছে। ইডির পক্ষ থেকে তাকে কিছু রুটিন প্রশ্ন করা হয়েছে। সংস্থাটি তার কাছে কিছু নথি চেয়েছিল। সেই সমস্ত নথিও তিনি জমা দিয়েছেন।
কোন তারকার কত টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, তা জেনে নেওয়া যাক-
মিমি চক্রবর্তী: ৫৯ লাখ
অঙ্কুশ হাজরা: ৪৭ লাখ ২০ হাজার
সোনু সুদ: ১ কোটি
নেহা শর্মা: ১ কোটি ২৬ লাখ
মীরা রাউতেলা (ঊর্বশী রাওতেলার মা): ২ কোটি
যুবরাজ সিং: ২ কোটি ৫০ লাখ
রবিন উথাপ্পা: ৮ লাখ ২৬ হাজার











