শহিদ হাদির কবর দেখতে বিকেল থেকেই জনস্রোত, উত্তাল শাহবাগ
নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ ওসমান হাদির দাফন সম্পন্নের পর বিকেল থেকেই তার কবর দেখতে শাহবাগে আসছেন হাজারও মানুষ। এরই মধ্যে শাহবাগে অবস্থান নিয়েছেন ইনকিলাব মঞ্চসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা।
হাদি হত্যার প্রতিবাদে ও দায়ীদের গ্রেপ্তার-বিচারের দাবিতে তারা সেখানে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’; ‘দিল্লি যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি’; ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাব’; ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে’; ‘বিচার বিচার বিচার,হাদি হত্যার বিচার চাই’; ‘সুশীলতার দিন শেষ, বিচার চায় বাংলাদেশ’- এসব স্লোগানে প্রকম্পিত হয়ে পুরো শাহবাগ এলাকা।
এদিকে, জনতার সমাবেশের অদূরেই অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলাবাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক সদস্য। শহিদ হাদির কবরের পাশেও মোতায়েন করা হয়েছে পুলিশ ও বিজিবি সদস্যদের।
এর আগে, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজার পর বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধের পাশে শরিফ ওসমান হাদিকে শায়িত করা হয়। এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াুদুর রহমান, ডাকসুর বিভিন্ন পর্যায়ের নেতাসহ হাদির পরিবার-পরিজন উপস্থিত ছিলেন।
শহীদ হাদি











