প্রিয় হাদি, তোমার মন্ত্র আমাদের কানে চিরদিন বাজবে
অনলাইন ডেস্ক : বাংলাদেশ যতদিন থাকবে শরিফ ওসমান হাদির মন্ত্র ততদিন অমলিন থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ‘প্রিয় ওসমান হাদি, তোমাকে বিদায় দিতে আসিনি, তুমি বুকের ভেতর আছো। তোমার মন্ত্র আমাদের কানে চিরদিন বাজবে।’
শনিবার (২০ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, ‘প্রিয় হাদি, তোমার যে মানব প্রেম, মানুষের সঙ্গে ওঠাবসা, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি; এটা সবাই অনুসরণ করব। তোমার মন্ত্র আমাদের কানে চিরদিন বাজবে। তোমার মন্ত্র ছিল বল বীর চির উন্নত মম শির… আমাদের শির কখনো নত হবে না। এই মন্ত্রে দুনিয়ার কাছে আমরা নত হব না।’
তিনি আরও বলেন,‘প্রিয় হাদি, তুমি নির্বাচনে অংশ নিতে চেয়েছো। কিভাবে প্রচারণা চালাতে হয়, কিভাবে মানুষের কাছে যেতে হয়; এই শিক্ষা আমরা গ্রহণ করলাম। তুমি হারিয়ে যাবে না, কেউ তোমাকে ভুলতে পারবে না। তোমার মন্ত্র আমাদের মনে করে দেব।’
ড. ইউনূস বলেন, ‘তোমার কাছে ওয়াদা করতে এসেছি। তুমি যা বলে গেছো আমরা যেন তা পূরণ করতে পারি। পুরো দেশ ওয়াদা করবে।’
এর আগে সকালে হাদির মরদেহের ময়নাতদন্ত সোহরাওয়ার্দী হাসপাতালে সম্পন্ন হয়। পরে তার মরদেহ আবারও নেওয়া হয় হৃদরোগ ইনস্টিটিউটে। সেখানে গোসল শেষে সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে মিছিলসহ মরদেহ নিয়ে নিয়ে আসা হয় মানিক মিয়া অ্যাভিনিউ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়।
প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে নির্বাচনী প্রচারের সময় সন্ত্রাসীদের গুলিতে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন ওসমান হাদি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়।
যেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে হাদি মারা যান। তার মরদেহ বহনকারী বিমান শুক্রবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করে।











