কোথায়-কখন বসছে আয়োজন
স্পোর্টস ডেস্ক : বিশ্ব ফুটবলের বর্ষসেরাদের স্বীকৃতি দিতে বসছে ফিফার ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ আয়োজন। অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মানিত করা হবে ২০২৫ সালের ছেলে-মেয়েদের সেরা খেলোয়াড়, কোচ, গোলকিপারদের।
এবারের অনুষ্ঠান হবে কাতারের রাজধানী দোহায়। বাংলাদেশ সময় মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত ১১টায় শুরু হবে জমকালো আয়োজন। ফিফার দশম এ অনুষ্ঠানে মোট ১২টি ক্যাটাগরিতে দেওয়া হবে পুরস্কার।
বিশ্বের মানুষ এই অনুষ্ঠান ফিফার ওয়েবসাইটে সরাসরি সম্প্রচারে এবং তাদের ইউটিউব চ্যানেলে বিনামূল্যে দেখতে পাবে।
চারটি বিভাগে ভোট হবে। প্রত্যেক ফিফা নিবন্ধিত জাতীয় দলের অধিনায়ক ও একজন মনোনীত কোচ ভোট দেওয়ার যোগ্য। প্রতি দেশের একজন মনোনীত সাংবাদিক ও অনলাইনে ভক্তদের ভোট পড়েছে।
চার বিভাগের ভোটারদের সমান অংশগ্রহণে ভোটিং হয়েছে। সবাই তিনজনকে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। প্রথম সেরা ৫ পয়েন্ট, দ্বিতীয় সেরা ৩ পয়েন্ট ও তৃতীয় সেরা ১ পয়েন্ট পেয়েছেন। সব পয়েন্ট যোগ করে নির্বাচিত হবেন সেরা খেলোয়াড়।
সেরা একাদশ নির্বাচনেও ভক্তদের ভোট ছিল। সেরা গোলের পুরস্কার মার্তা ও পুসকাস অ্যাওয়ার্ড জয়ী নির্বাচিত হবেন ভক্ত ও সাবেক ফুটবলারদের ভোটে। ফিফা ফ্যান অ্যাওয়ার্ড নির্বাচনে শুধু ভক্তদের ভোটই নেওয়া হয়েছে। আর বিশেষজ্ঞ এক প্যানেল নির্ধারণ করবে ফেয়ার প্লে পুরস্কার।
মোট ১২টি বিভাগে দেওয়া হবে পুরস্কার। দ্য বেস্ট ফিফা নারী খেলোয়াড়, দ্য বেস্ট ফিফা পুরুষ খেলোয়াড়, দ্য বেস্ট ফিফা নারী দলের কোচ, দ্য বেস্ট ফিফা পুরুষ দলের কোচ, দ্য বেস্ট ফিফা নারী গোলরক্ষক, দ্য বেস্ট ফিফা পুরুষ গোলরক্ষক, দ্য বেস্ট ফিফা নারী বর্ষসেরা একাদশ, দ্য বেস্ট ফিফার পুরুষ বর্ষসেরা একাদশ, ফিফা মার্তা অ্যাওয়ার্ড (নারীদের বর্ষসেরা গোল), ফিফা পুসকাস অ্যাওয়ার্ড (পুরুষদের বর্ষসেরা গোল), ফিফা ফ্যান অ্যাওয়ার্ড, ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড।
গত ব্যালন ডি’অর জয়ী উসমানে ডেম্বেলে, রাফিনহা, পেদ্রি, আশরাফ হাকিমি, লামিন ইয়ামাল, মোহাম্মেদ সালাহ, ভিতিনহা, নুনো মেন্ডেজ, কোল পালমার, হ্যারি কেন, কাইলিয়ান এমবাপে আছেন সংক্ষিপ্ত তালিকায়।
মেয়েদের তালিকায় আছেন ব্যালন ডি’অর জয়ী আইতানা বোনমাতি, স্যান্ডি বাল্টিমোর, নাতালি বিওর্ন, লুসি ব্রোঞ্চ, মারিয়ানো কালডেন্তি, তাওমা চিয়োনগা, কাড্ডিয়াতো দিয়ানো, মেলিশি দিয়ার্নি, মেলসি দুমুর্নে, প্যাট্রি গুইজারো, লিন্ডসি হিপস, লরেন জেমস, কোল কেলি, এওয়া পাজর, ক্লোডিয়া পিনা, আলেক্সিয়া পুত্তেলাস, অ্যালেসিয়া রুসো, লে উইলিয়ামসন।











