সাংবাদিক সোহেলকে ছেড়ে দিয়েছে ডিবি
নিজস্ব প্রতিবেদক : গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে মঙ্গলবার (১৮ নভেম্বর) মধ্যরাতে বাসা থেকে তুলে নেওয়ার পরে সাংবাদিক মিজানুর রহমান সোহেলকে ছেড়ে দিয়েছে পুলিশ। বুধবার (১৯ নভেম্বর) সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘একটি ইভেন্ট ম্যানেজমেন্টের অনুষ্ঠানে নিমন্ত্রণ কার্ডে সোহেলের মোবাইল নম্বর ভুলক্রমে সোহেল দিয়ে দিয়েছিলেন। সেই সূত্রে তাকে ডিবি অফিসে নেওয়া হয়। পরে সোহেল নিজের ভুল বুঝতে পারলে তাকে তার সংগঠনের নেতৃবৃন্দের মাধ্যমে স্ত্রীর জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।’
এর আগে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় সাংবাদিক মিজানুর রহমান সোহেলকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে রাজধানীর বাড্ডার বাসা থেকে নিয়ে যায় ডিবি। তিনি দৈনিক ভোরের কাগজের অনলাইন প্রধান।
সোহেলের স্ত্রী সুমাইয়া সীমা জানান, ডিবির পোশাক গায়ে দেওয়া পাঁচ ব্যক্তি সোহেলকে আটক করে নিয়ে যান। ওই পাঁচজনের একজন নিজেকে আশরাফুল পরিচয় দিয়ে বলেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান সোহেলের সঙ্গে কথা বলতে চান। এজন্য তাকে নিতে এসেছেন। কিছুক্ষণের মধ্যেই আবার তাকে ফিরিয়ে দিয়ে যাওয়া হবে।
ঘটনার বর্ণনা দিয়ে সোহেলের স্ত্রী সীমা জানান, তিনি শুয়ে পড়েছিলেন, সোহেল তখনো ল্যাপটপে কাজ করছিলেন। এ সময় কলিংবেলের শব্দ পেয়ে সোহেল গিয়ে দরজা খুলে দেখেন ডিবির জ্যাকেট গায়ে পাঁচজন দরজায় দাঁড়িয়ে আছেন। পরে পাশের রুম থেকে তিনি এসে জানতে চান তারা কী জন্য এসেছেন। তখন ওই কর্মকর্তা সোহেলকে নিতে আসার কারণ তুলে ধরেন।











