সৌদি আরবকে ন্যাটোর বাইরে প্রধান মিত্র ঘোষণা ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবকে ন্যাটোর বাইরে প্রধান মিত্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘোষণা দিয়েছেন।
ট্রাম্প এই সিদ্ধান্ত ঘোষণা করেন হোয়াইট হাউসে অনুষ্ঠিত একটি ব্ল্যাক-টাই ডিনারে, যেখানে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে সংবর্ধনা দেওয়া হয়।
ট্রাম্প বলেন, ‘আজ রাতে আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, আমরা আমাদের সামরিক সহযোগিতাকে আরও উচ্চতায় নিয়ে যাচ্ছি এবং সৌদি আরবকে আনুষ্ঠানিকভাবে ন্যাটোর বাইরে প্রধান মিত্র হিসেবে স্বীকৃতি দিচ্ছি।’
তিনি আরও বলেন, ‘এটি আমি প্রথমবারই বলছি, কারণ তারা আজকের রাতের জন্য একটু রহস্য রাখছিল।’
নতুন এই মর্যাদা সৌদি আরবের সঙ্গে গভীর সামরিক সহযোগিতার পথ সুগম করবে এবং প্রতীকী দিক থেকেও তা গুরুত্বপূর্ণ।
ট্রাম্প বলেন, ‘এটি যুক্তরাষ্ট্র-সৌদি প্রতিরক্ষা সমন্বয়কে আরও উচ্চতায় নিয়ে যাবে।’
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান হোয়াইট হাউসে উষ্ণ অভ্যর্থনার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান এবং বলেন, ‘আমরা এখানে নিজের ঘরে অবস্থানের মতো অনুভব করছি।’











