বুধবার, ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

‘মৃত্যুদণ্ডই শেখ হাসিনার উপযুক্ত বিচার’

news-image

অনলাইন ডেস্ক : মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডকে উপযুক্ত বিচার বলে উল্লেখ করেছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।

সোমবার (১৭ নভেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।

আখতার হোসেন বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ন্যায়বিচার নিশ্চিত করার একমাত্র পথ হচ্ছে ঘোষিত মৃত্যুদণ্ড দ্রুত কার্যকর করা।

তিনি বলেন, ‘ভারত সরকারের কাছে আমরা আহ্বান জানাই, শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ওপর গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে। তাকে আশ্রয় না দিয়ে বাংলাদেশের বিচার ব্যবস্থার কাছে সোপর্দ করতে হবে।’

আখতার হোসেন বলেন, বিচার প্রক্রিয়ায় প্রমাণিত হয়েছে শেখ হাসিনা কেবল উস্কানিমূলক বক্তব্যই দেননি, বরং মানুষকে গুলি করে হত্যার নির্দেশ দিয়েছেন, প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছেন এবং বাহিনীকে ব্যবহার করে সাধারণ মানুষের বিরুদ্ধে হত্যাযজ্ঞ চালিয়েছেন। তিনি আরও অভিযোগ করেন, শেখ হাসিনা মানুষকে পুড়িয়ে হত্যার মতো নিষ্ঠুর কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত।

এনসিপির এই নেতা বলেন, ‘মৃত্যুদণ্ডই শেখ হাসিনার উপযুক্ত বিচার। এই রায় কার্যকর হলে বিশ্বের কাছে একটি নজির স্থাপিত হবে- যাতে ভবিষ্যতে কোনও শাসক মানবতাবিরোধী অপরাধ করার দুঃসাহস না পায়।’

তিনি আরও বলেন, শেখ হাসিনার অনেক অপরাধের মধ্য থেকে মাত্র অল্প কয়েকটির বিচারেই আজকের দণ্ড ঘোষিত হয়েছে। বাকি সব অপরাধের বিচারও হওয়া উচিত।

রায় কার্যকরের মধ্য দিয়েই শহীদদের আত্মা শান্তি পাবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা সরকারের কাছে আহ্বান জানাই, ঘোষিত মৃত্যুদণ্ড দ্রুততম সময়ে কার্যকর করা হোক।’

 

এ জাতীয় আরও খবর

‘কনভিকশন ওয়ারেন্ট’ যাবে ইন্টারপোলে

কারাগারে ডিভিশন-১ এর সুবিধা পাবেন না রাজসাক্ষী মামুন

রাতভর ডিবি হেফাজতে কী ঘটেছিল, জানালেন সাংবাদিক সোহেল

‘ম্যাচটি যদি আপনার সঙ্গে খেলতে পারতাম’

সৌদি যুবরাজের কোনো দোষ নেই

ট্রাম্পের নৈশভোজে ইলন মাস্ক ও রোনালদো

নির্বাচন শান্তিপূর্ণ করতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন

‘এই জয় প্রতিটি বাংলাদেশিকে গর্বিত করেছে’

সুষ্ঠু নির্বাচন আয়োজনে দলগুলোও জাতির কাছে ওয়াদাবদ্ধ: সিইসি

সাংবাদিক মিজানুর ইস্যুতে আমার কোনো সংশ্লিষ্টতা নেই: ফয়েজ আহমদ তৈয়্যব

বিজয় দিবসে এবারও প্যারেড হচ্ছে না, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ইসির চূড়ান্ত নিবন্ধন পেল এনসিপি