ধানমন্ডি ২৭ নম্বরে ককটেল বিস্ফোরণ
অনলাইন ডেস্ক : রাজধানীর ধানমন্ডি এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
সোমবার (১৭ নভেম্বর) রাত ৮টা ২৫ মিনিটের দিকে ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় এবি ব্যাংকের সামনে মোটরসাইকেলে এসে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
ককটেল বিস্ফোরণের পর মোটরসাইকেলকে ধরতে পেছন থেকে ধাওয়া করে পুলিশের একটি গাড়ি। কিন্তু তাদের ধরতে পারেনি পুলিশ।
মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লহ আল মামুন সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি ধানমন্ডি ৩২-এর দিক থেকে আমাদের টহল টিমকে নির্দেশনা দিয়ে ফিরছিলাম। এ সময় ধানমন্ডি সাতাশের এবি ব্যাংকের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আমি তাদের ধাওয়া করতে করতে আট নম্বর রোড পর্যন্ত যাই। কিন্তু তারা বাইক নিয়ে পালিয়ে যায়। বিষয়টি কন্ট্রোলকে জানিয়েছি।’











