বুধবার, ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

লেগুনার পা-দানিতে শিশুর সংগ্রাম, অভিনেত্রী সোনিয়ার দীর্ঘশ্বাস

news-image

বিনোদন প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন এলাকায় প্রায়ই দেখা মেলে অতি কম বয়সী শিশুদের, যারা লেগুনায় হেলপার হিসেবে কাজ করে। লেগুনাচালককে যাত্রী ওঠানো-নামানো, ভাড়া আদায়সহ নানা কাজে তারা সহায়তা করে থাকে। আর্থিক সংকট বা পারিবারিক পরিস্থিতির কারণে কম বয়সী অনেকেই পড়াশোনার পরিবর্তে এই পেশায় যুক্ত হয়। তবে দুর্ঘটনার ঝুঁকি বেশি হওয়ায় লেগুনা হেলপারের কাজটি শিশুদের জন্য অত্যন্ত বিপজ্জনক।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও আবারও এই বাস্তবতাকে সামনে এনেছে। ভিডিওটিতে দেখা যায়, আনুমানিক ৫-৬ বছরের একটি শিশু লেগুনার পা-দানিতে দাঁড়িয়ে ঝুলতে ঝুলতে যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করছে। ঝুঁকিপূর্ণ এই দৃশ্য মুহূর্তেই অনলাইনে ছড়িয়ে পড়ে।

ভিডিওটি ইতিমধ্যে দেখেছে এগারো লাখেরও বেশি মানুষ, আর মন্তব্য জমা পড়েছে প্রায় দশ হাজার।

কেউ লিখেছেন, ‘খুব ছোট থেকে সংগ্রাম করতে করতে জীবনের এক পর্যায়ে গিয়ে এরাই অনেক বড় মানুষ হয়। দোয়া রইল ছোট, জীবনে আরো বড় হও।’

আরেকজনের মন্তব্য, ‘কেউ ওকে একটা নিরাপদ কাজের ব্যবস্থা করে দিন, প্লিজ।’ আরো এক ব্যবহারকারী লিখেছেন, ‘বলার ভাষা নেই ভাই, শুধু দোয়া করি ঈশ্বর যেন তাকে সব পরিস্থিতি সামলানোর শক্তি দেন।

ভিডিওটি নিজের ফেসবুকে শেয়ার করে মানবিক আবেদন জানিয়েছেন মডেল ও অভিনেত্রী সোনিয়া হোসেনও। স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘এটা নিরাপদ নয়, এটা ভালোও নয়—এটা আমরা কখনোই চাই না। দীর্ঘশ্বাস ফেলি…।’

এরপর শিশুটির দৃঢ়তায় মুগ্ধ হয়ে তিনি লেখেন, “তবু আমি একটা কথা হৃদয় থেকে বলি : এই বাচ্চাটা ভালোই থাকবে, ইনশাআল্লাহ। তার চোখে দেখেছি—সে বুঝে গেছে! এটা একধরনের মানসিকতা, ভেতরের শক্তি।

বিরক্তি বা কান্নায় ভেঙে না পড়ে সে মনে মনে ঠিক করেছে, ‘যা করার দরকার, আমি করব।’ এটাই তো হাজারে একজনের মানসিকতা—অদ্ভুত, কিন্তু আশ্চর্যভাবে সুন্দর।”

ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি আরো লিখেছেন, ‘যদি সে বেঁচে থাকে, আমরাও বেঁচে থাকি—সে বড় হয়ে একজন সফল, দৃঢ় ও আলোকিত মানুষই হবে, ইনশাআল্লাহ।’

সর্বশেষে অভিনেত্রী জানান, ‘শুধু একটাই আশা—তার ইতিবাচক মানসিকতা যেন ভালো মানুষের হাতে গড়ে ওঠে, দুর্নীতিবাজ মানুষের হাতে নয়। আল্লাহ পৃথিবীর সব শিশুকে রক্ষা করুন।’

মুহূর্তেই তার পোস্টটিও ছড়িয়ে পড়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটি ১,১০০-র বেশি বার শেয়ার হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘কনভিকশন ওয়ারেন্ট’ যাবে ইন্টারপোলে

কারাগারে ডিভিশন-১ এর সুবিধা পাবেন না রাজসাক্ষী মামুন

রাতভর ডিবি হেফাজতে কী ঘটেছিল, জানালেন সাংবাদিক সোহেল

‘ম্যাচটি যদি আপনার সঙ্গে খেলতে পারতাম’

সৌদি যুবরাজের কোনো দোষ নেই

ট্রাম্পের নৈশভোজে ইলন মাস্ক ও রোনালদো

নির্বাচন শান্তিপূর্ণ করতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন

‘এই জয় প্রতিটি বাংলাদেশিকে গর্বিত করেছে’

সুষ্ঠু নির্বাচন আয়োজনে দলগুলোও জাতির কাছে ওয়াদাবদ্ধ: সিইসি

সাংবাদিক মিজানুর ইস্যুতে আমার কোনো সংশ্লিষ্টতা নেই: ফয়েজ আহমদ তৈয়্যব

বিজয় দিবসে এবারও প্যারেড হচ্ছে না, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ইসির চূড়ান্ত নিবন্ধন পেল এনসিপি