বুধবার, ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন

news-image

বিনোদন প্রতিবেদক : পারিবারিক ব্যবসার অংশীদার করার কথা বলে ২৭ লাখ টাকা আত্মসাৎ এবং হুমকি-ধমকির অভিযোগে করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক আফরোজা হক তানিয়ার আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী খোরশেদ আলম।

আদালত সূত্র জানায়, মামলার ধার্য তারিখে হাজির না হওয়ায় গত ১০ নভেম্বর একই আদালত মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। একইসঙ্গে গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ডিসেম্বর দিন ধার্য করা হয়।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট তুহিন হাওলাদার গণমাধ্যমকে, ‘ঘটনাটি সম্পূর্ণ সাজানো। তার দাবি, বাদীর সঙ্গে মেহজাবীন কিংবা তার ভাইয়ের কোনো পরিচয়ই ছিল না। জনপ্রিয় অভিনেত্রী হওয়ায় বিনোদন জগতে তার প্রতিপক্ষ থাকতে পারে, আর সেই প্রভাবেই বাদী হয়তো মিথ্যা মামলায় জড়িয়েছে।’ এটি ‘অস্তিত্বহীন’ মামলা বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, মামলার খবর না থাকায় আসামিরা আদালতে হাজির হতে পারেননি। নিয়ম মোতাবেক আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন। পরে গণমাধ্যমে খবর দেখে মেহজাবীন আদালতে আসেন এবং যেকোনো শর্তে জামিন প্রার্থনা করেন। আদালত বিষয়টি বিবেচনা করে জামিন দেন।

পরবর্তী ধার্য তারিখে নিজেদের বক্তব্য আদালতে উপস্থাপন করা হবে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

‘কনভিকশন ওয়ারেন্ট’ যাবে ইন্টারপোলে

কারাগারে ডিভিশন-১ এর সুবিধা পাবেন না রাজসাক্ষী মামুন

রাতভর ডিবি হেফাজতে কী ঘটেছিল, জানালেন সাংবাদিক সোহেল

‘ম্যাচটি যদি আপনার সঙ্গে খেলতে পারতাম’

সৌদি যুবরাজের কোনো দোষ নেই

ট্রাম্পের নৈশভোজে ইলন মাস্ক ও রোনালদো

নির্বাচন শান্তিপূর্ণ করতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন

‘এই জয় প্রতিটি বাংলাদেশিকে গর্বিত করেছে’

সুষ্ঠু নির্বাচন আয়োজনে দলগুলোও জাতির কাছে ওয়াদাবদ্ধ: সিইসি

সাংবাদিক মিজানুর ইস্যুতে আমার কোনো সংশ্লিষ্টতা নেই: ফয়েজ আহমদ তৈয়্যব

বিজয় দিবসে এবারও প্যারেড হচ্ছে না, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ইসির চূড়ান্ত নিবন্ধন পেল এনসিপি