ভিসা নিয়ে বাংলাদেশিদের দুঃসংবাদ দিল আরব আমিরাত
প্রবাস ডেস্ক :বাংলাদেশসহ নয়টি দেশের নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। আগামী বছরের জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে দেশটির সরকার। ইউএই ভিসা অনলাইন ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হলো- আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, বাংলাদেশ, ক্যামেরুন, সুদান ও উগান্ডা।
ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই নিষেধাজ্ঞা ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে। শুধু পর্যটন বা ওয়ার্ক ভিসাই নয়, ব্যবসায়িক উদ্দেশে আমিরাতে প্রবেশ করতে ইচ্ছুক এই ৯ দেশের নাগরিকেরাও নিষেধাজ্ঞার আওতায় থাকবেন। তবে ইউএই সরকার এখনো এই নিষেধাজ্ঞার বিস্তারিত কারণ আনুষ্ঠানিকভাবে জানায়নি। ধারণা করা হচ্ছে নিরাপত্তাজনিত উদ্বেগ, ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং করোনা সংক্রান্ত সতর্কতামূলক ব্যবস্থার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে যেসব নাগরিক ইতোমধ্যে বৈধ ভিসা নিয়ে দেশটিতে বসবাস করছেন, তারা এ নিষেধাজ্ঞার আওতায় পড়বেন না এবং আইনগতভাবে বসবাস ও কাজ চালিয়ে যেতে পারবেন।