রবিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৬ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

পোষ্য কোটা বাতিলের দাবিতে রাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের ধস্তাধস্তি

news-image

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। আজ শনিবার বিকেলে উপ উপাচার্য মাইন উদ্দিন ও প্রক্টর মাহবুবর রহমান বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে প্রবেশের চেষ্টা করলে শিক্ষার্থীরা বাধা দেয়। এ সময় উভয়পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ ঘটনায় কয়েকজন শিক্ষার্থী ও সাংবাদিক আহত হন।

জানা গেছে, আজ দুপুর আড়াইটায় প্রশাসনিক ভবনের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। পরে বিকেল সাড়ে ৩টার দিকে তারা উপাচার্যের বাসভবন ঘেরাও করে উপ-উপাচার্যের গাড়ি আটকে টাকা ছুড়ে মারে। পরে উপ উপাচার্য মাঈন উদ্দিন ও প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান তার বাসভবনে প্রবেশের চেষ্টা করলে শিক্ষার্থীরা তার বাসভবনে তালা দেয়। এ সময় উপ উপাচার্যসহ শিক্ষকদের একটি দল বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনে প্রবেশের সময় শিক্ষার্থীরা তাদের বাধা দিলে উভয়পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে।

এ সময় শিক্ষার্থীরা ‘এক দুই তিন চার, সব সালারা বাটপার’, ‘পোষ্য কোটার বিরুদ্ধে, আগুন আগুন জ্বাল একসাথে’, ‘ওয়ান টু থ্রি ফোর, পোষ্য কোটা নো মোর’, ‘কোটা না ভিক্ষা, ভিক্ষা ভিক্ষা’ স্লোগান দেন।

আন্দোলনকারী ছাত্র সালাউদ্দিন আম্মার বলেন, ‘আমি মার খেলেও আমার কারও ওপর অভিযোগ নেই। কিন্তু পোষ্য কোটা নামেই হোক বা অন্য নামেই হোক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের পোষ্য কোটা চলবে না। প্রয়োজনে জীবন দেব।’

প্রক্টর মাহবুবর রহমান বলেন, ‘শিক্ষার্থীরা উপ উপাচার্য স্যারকে অবরুদ্ধ করে শিক্ষার্থীরা বাসায় তালা ঝুলিয়ে দেয়। পরে জুবেরী ভবনে প্রবেশের চেষ্টা করলে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এতে আমার হাতের ঘড়ি ও সঙ্গে থাকা ১০ হাজার টাকা হারিয়ে যায়। ধাক্কাধাক্কি হতে পারে, কিন্তু টাকা ও ঘড়ি হারানো কোনোভাবেই স্বাভাবিক নয়।’

এর আগে আজ বিকেল থেকে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে পোষ্য কোটা বাতিলে আমরণ অনশনে বসেন এক ছাত্র। পরে আরও ৯ জন ছাত্র এ অনশনে যোগ দেন।

 

এ জাতীয় আরও খবর

বজ্রপাতের বিশেষ সতর্কতা, ঝুঁকিতে চট্টগ্রাম বিভাগ

১৬ বছরের দুঃশাসনের চিত্র থাকবে জুলাই স্মৃতি জাদুঘরে

জয় দিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের

নবীনগরে ১৪ ড্রাম মদসহ সরঞ্জাম উদ্ধার, আটক ১ জন

নবীনগরে নিখোঁজের দুদিন পর কলেজ ছাত্রীর লাশ উদ্ধার

চট্টগ্রাম বন্দরের বর্ধিত শুল্ক এক মাসের জন্য স্থগিত : নৌ উপদেষ্টা

শিক্ষার্থীদের সততার চর্চা করতে হবে : অর্থ উপদেষ্টা

ফের বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেত্রী শবনম ফারিয়া

ইউরোপজুড়ে শত শত ফ্লাইট বাতিল

বাংলাদেশের আর্থিক খাতে স্বচ্ছতা আনতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ৮ পরামর্শ

অদৃশ্য শক্তি দৃশ্যমান হয়ে উঠছে: তারেক রহমান

ভিসা নিয়ে বাংলাদেশিদের দুঃসংবাদ দিল আরব আমিরাত