লিটনের সামনে আজ সাকিবকে পেছনে ফেলার সুযোগ
স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে আজ শ্রীলংকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। হংকং ও আফগানিস্তানকে হারালেও গ্রুপপর্বে লঙ্কানদের বিপক্ষেই শুধু হেরেছে বাংলাদেশ। তাই আজ জয়ের পাশাপাশি প্রতিশোধও নিতে চাইবে লিটন দাসের দল। তাছাড়া বাংলাদেশ অধিনায়কের সামনে আছে ব্যক্তিগত রেকর্ডের হাতছানিও।
আজ মাত্র ১৯ রান করলেই বাংলাদেশের সফলতম ক্রিকেটার সাকিব আল হাসানকে ছাড়িয়ে যাবেন লিটন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এখনো সবচেয়ে বেশি রান সাকিবের, ২ হাজার ৫৫১। দুইয়ে থাকা লিটনের রান ২ হাজার ৫৩৩।
লিটন যে ফর্মে আছেন, তাতে আজই সাকিবকে ছাড়ানো খুব একটা কঠিন হওয়ার কথা নয়। চলতি এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচে ফিফটি করেছেন। পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে করেছেন ২৮ রান। আফগানিস্তান ম্যাচে ব্যর্থতার পর আজও লিটনের সামনে আবার শ্রীলঙ্কা।
দলটির বিপক্ষে এশিয়া কাপে নামার এক সিরিজ আগেই খেলে এসেছে বাংলাদেশ। ২-১ ব্যবধানে জেতা সেই ম্যাচে হেসেছিল লিটনের ব্যাটও। সিরিজের দ্বিতীয় ম্যাচে ৫০ বলে ৭৬ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন বাংলাদেশ অধিনায়ক। শেষ টি-টোয়েন্টিতে ১৩৩ রান তাড়ায় নেমে প্রথম বলে উইকেট হারিয়ে ফেলার পর ২৬ বলে করেন ৩২ রান। পরে হন সিরিজসেরাও।
চলতি বছরেও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অনন্য লিটন। ১৮ ইনিংসে ৩২.০৬ গড়ে ও ১৩৩.৫৯ স্ট্রাইক রেটে ৫১৩ রান করেছেন তিনি। যা চলতি বছরে পূর্ণ সদস্যদেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি। তাই লিটনের কাছে প্রত্যাশাটাও বেশি করছেন বাংলাদেশ সমর্থকরা।