নবীনগরে শিশু ধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেপ্তার
নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার প্রতিবেশী ছাত্তার মিয়া (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গুরুতর অবস্থায় শিশুটি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ধর্ষিত শিশুটির মা গত ১৮ জুলাই (শুক্রবার) নবীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই প্রেক্ষিতে ১৯ শে জুলাই নবীনগর থানা পুলিশ অভিযুক্ত সাত্তার মিয়াকে গ্রেফতার করে আদালতে সুপর্ধ করে। জানাযায়, ১৫ জুলাই (সোমবার) বিকেল সাড়ে ৩টার দিকে নবীনগরের বিদ্যাকুট ইউনিয়নের গঙ্গানগর গ্রামের বাসিন্দা শিশুটি খেলার ছলে পাশের বাড়ির ছাত্তার মিয়ার ঘরে যায়। অভিযোগ রয়েছে, ছাত্তার মিয়া শিশুটিকে ২০ টাকা দিয়ে ঘরে ডেকে নেয় এবং এরপর আদর করার কথা বলে তাকে ধর্ষণ করে। এতে শিশুটির যৌনাঙ্গ থেকে রক্তক্ষরণ শুরু হলে সে কান্নাকাটি করতে করতে বাড়িতে ফিরে আসে।
শিশুটির মা জানান, মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখে দ্রুত তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করে চিকিৎসা শুরু করেন। শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরিবারের সদস্যরা এবং তার মায়ের সাথে আলোচনার পর ১৯ জুলাই (শনিবার) নবীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত মো. ছাত্তার মিয়া মেরকুটা (উত্তর পাড়া) এলাকার মৃত তোতা মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্তার মিয়া এলাকায় একজন কুখ্যাত লম্পট ও অসামাজিক ব্যক্তি হিসেবে পরিচিত।
নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “ভিকটিমের মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা মামলা গ্রহণ করেছি এবং আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।”











