বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পীরগঞ্জে প্রধানমন্ত্রী ও স্পিকারের আসনে বিএনপি প্রার্থীর জয়

BNP uরংপুরের পীরগঞ্জ উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে জিতেছেন বিএনপি সমর্থিত প্রার্থী, যে এলাকায় দশম সংসদ নির্বাচনে জয়ী হন শেখ হাসিনা।

উপজেলা নির্বাচনের প্রথম পর্বের ভোটে থাকা পীরগঞ্জে সোমবার ভোটগ্রহণ হয়। গত ১৯ ফেব্র“য়ারি ৯৭টি উপজেলার সঙ্গে এখানে ভোট হওয়ার কথা থাকলেও তা আটকে যায়। সহকারী রিটার্নিং কর্মকর্তা এ টি এম জিয়াউল ইসলাম ঘোষিত ফলাফলে দেখা যায়, ১০৬টি কেন্দ্রের সবকটির ভোটে বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী ৪ হাজার ভোটে জয়ী হয়েছেন।

আনারস প্রতীকে নূর মোহাম্মদ ম-ল পেয়েছেন ৭৪৯৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত ছায়াদত হোসেন কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ৭০৮৭৭ ভোট। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের আরেক নেত্রী মেশকোয়ারা হাবিব ১৩ হাজার ৯৫২ ভোট পেয়েছেন। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে তিনি প্রার্থী হয়েছিলেন।

বিএনপি দশম সংসদ নির্বাচনে অংশ না নিলেও উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে।

বিজয়ী নূর মোহাম্মদ ম-ল

নূর মোহাম্মদ ম-ল এক সময় জাতীয় পার্টিতে ছিলেন এবং ২০০১ সালের নির্বাচনে তার কাছে হারতে হয়েছিল আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে।

শ্বশুরবাড়ির এলাকার এই সংসদীয় আসনে ২০০৮ সালের নির্বাচনে জয় ঘরে তুলেছিলেন প্রধানমন্ত্রী। সেবার হারতে হয়েছিল নূর মোহাম্মদকে, তবে দল পরিবর্তন করে বিএনপির প্রার্থী ছিলেন তিনি।

এবারের নির্বাচনে বিজয়ী হওয়ার পর গোপালগঞ্জের আসনটি রেখে পীরগঞ্জ ছেড়ে দিয়েছেন শেখ হাসিনা। ওই আসনে উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।  এই পর্যন্ত অনুষ্ঠিত ৯৭টি উপজেলার নির্বাচনের ৫৬টিতে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলীয় জোট সমর্থিত প্রার্থীরা। আওয়ামী লীগ ৩৩ জন প্রার্থী চেয়ারম্যান হয়েছেন।

৯৭ উপজেলায় বেশিরভাগ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদেও জয়ী হয়েছে ১৯ দলের নেতারা। বিডি২৪