সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

রংপুর নগরীতে জমি সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা, নারী সহ ১০ জনকে কুপিয়ে আহত

news-image

রংপুর ব্যুরো : রংপুর মহানগীর পীরজাবাদ সরকারপাড়া মহল্লায় পুর্ব শত্রæতার জের ধরে সহায় সম্বলহীন এক পরিবারের জমি জোর করে দখল করার চেষ্টা ব্যর্থ হয়ে প্রকাশ্য দিবালোকে হামলা চালিয়ে নারী পুরুষ সহ ১০ জনকে কুপিয়ে গুরুতর আহত করেছে। আহত অবস্থায় ৪ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ১৭জনের নামে রংপুর মেট্রোপলিটান কোতয়ালী থানায় মামলা দায়ের হয়েছে। এঘটনায় আসামীদের অব্যাহত হুমকিতে বাড়ি ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

অভিযোগ সূত্রে জানাগেছে, রংপুর মহানগরীর পীরজাবাদ সরকারপাড়া গ্রামের মোস্তফা মোনায়েম মানিক ও মুসার নিজেদের জমি এলাকার প্রভাবশালী মজ্ঞুরুল ইসলামের নেতৃত্বে তার সহযোগীরা জোর করে দখল করার চেষ্টা করে আসছিলো। ইতিপুর্বে বেশ কয়েকবার জমি দখল করার চেষ্টা করে ব্যার্থ হয়। এরই জের ধরে গত ২৬ মার্চ মজ্ঞুরুল ইসলাম, রবিউল ইসলাম, মোক্তাদুল ইসলাম, মমিনুল ইসলাম, মামুন মিয়া, সহ ২০/২৫ জনের একটি দল ছোড়া বল্লাম রামদা লাঠি দিয়ে মোনায়েম মানিক ও মুসার বাড়িতে হামলা চালিয়ে বাড়ির লোকজনকে এলাপাতাড়ি কুপিয়ে গুরতর আহত করে। এতে ৩ নারী সহ ১০ জন আহত হয়। এ ঘটনায় ৪ জন আশংকবাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। এদের মধ্যে মোনায়েম হক মিঠু, ফেরদৌস আলম মানিক, রওশে আলম ও আবু মুসার অবস্থা আশংকাজনক। তারা সকলেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ১৫ নম্বর সার্জিকাল ওয়ার্ডে চিকিৎসাধিন আছে। এ ব্যাপারে কর্তব্যরত চিকিৎসক ডা, মোস্তাকিম হাসান জানান, ৪ জনের মাথায় গুরতর জখম রয়েছে। মাথায় আঘাত সব সময় গুরতর ফলে সুস্থ হতে অনেক সময় লাগতে পারে। এ ছাড়া তাদের অবস্থারও অবনতি হতে পারে বলে জানান।

এ ব্যাপারে গুরতর আহত মোনায়েম মানিকের ছোট বোন ফাতেমা বেগম জানান, তিনি নিজেই বাদী হয়ে ১৭জন আসামীর নাম উল্লেখ করে রংপুর মেট্রোপলিটান কোতয়ালী থানায় মামলা দায়ের করেছেন। যার মামলা নম্বর ৪১ তারিখ ২৮.০৩.২৩। তিনি জানান, আসামীরা অত্যান্ত প্রভাবশালী ত্রাা জোর করে জমি দখল করে চান। আমরা নিরীহ আমাদের লোকবল নেই। তারা অস Í্র আর পেশিশক্তির জোরে আমাদের উপর হামলা চালিয়ে পরিবারের সকলকেই কুপিয়ে আহত করেছে। এখন আসামীরা প্রাননাশের হুমকি প্রদান করায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছে পুরো পরিবার। সে কারনে জীবনের নিরাপত্তা ও দুবৃর্ত্তদের গ্রেফতার দাবি করেন তিনি।
অপরদিকে অভিযুক্ত মনিরুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, তাদের উপর হামলা করা হয়েছে তারাও মামলা করেছেন। তাদের আহত করা হয়েছে বলে উল্লেখ করলেও কোন হাসপাতালে ভর্তি আছেন তা জানাতে পারেননি তিনি।
এ ব্যাপারে রংপুর মেট্রোপলিটান কোতয়ালী থানার ওসি তদন্ত হোসেন আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মামলা হয়েছে আসামীদের গ্রেফতার করার চেষ্টা চলছে। ####

হারুন উর রশিদ সোহেল
রংপুর/০১৭৬৭৪৩৬৯৯২

এ জাতীয় আরও খবর

মেয়রের সামনে কাউন্সিলরকে জুতাপেটা করলেন চামেলী!

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন

নির্বাচনের পর আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে সরকার : ফখরুল

২৪ উপজেলায় ইভিএমে ভোট হবে মঙ্গলবার

এলজিইডি’র সেই প্রকৌশলীর স্ত্রীরও ৬ কোটি টাকার অবৈধ সম্পদ!

রাইসির হেলিকপ্টার দুর্ঘটনায় আমরা জড়িত নই: ইসরায়েলি কর্মকর্তা

কঠোরভাবে বাজার মনিটরিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

‘গিভ অ্যান্ড টেকের অফার অনেকেই দেয়, মেডিকেলের স্যারও দিয়েছিল’

বিয়ের পর আমার কাজের মান ভালো হয়েছে

৪ দিনেও খোঁজ মেলেনি ভারতে নিখোঁজ এমপি আনারের

বঙ্গবন্ধু শান্তি পদক দেবে সরকার, পুরস্কার কোটি টাকা ও স্বর্ণ পদক

অটোরিকশা চালকদের তাণ্ডবের ঘটনায় ৪ মামলা, আসামি প্রায় ২৫০০