শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

যা করা যাবে না রোজা রেখে

news-image

ইসলামিক ডেস্করোজা ইসলামের ভাব গাম্ভির্যপূর্ণ একটি ফরজ বিধান। এ কারণে রোজা রেখে অনর্থক কথা ও কাজ থেকে বিরত থাকার নির্দেশ এসেছে হাদিসে। কিন্তু বাস্তবে আমাদের বেলায় ঘটে উল্টো। সারাদিন নানারকম গল্প গুজব আর তর্কে কেটে যায় আমাদের সময়। এসবের মধ্যে এমন অনেক কিছুই আমরা করে ফেলি যার কারণে রোজা নষ্ট হয়ে যায়।
ক্ষুধা লেগেছে বা কষ্ট হচ্ছে
লম্বা দিন হওয়ায় রোজা রেখে অনেকের ক্ষুধা লেগে যায়। এসময় বারবার বলতে বলতে শোনা যায়, আমার খুব ক্ষিধে পেয়েছে, ক্ষুধায় মরে যাচ্ছি, শরীর অবশ হয়ে যাচ্ছে ইত্যাদি। হাদিসে এসেছে রোজা রেখে এ ধরনের কোনো কথা বলা উচিত নয়। এতে রোজার ক্ষতি হওয়াসহ রোজার পরিবেশ নষ্ট হয়। অন্যজনের কাছে যা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। এ জন্য নবীজি সা. বলেছেন, রোজা রেখে কখনো ক্ষুধায় কষ্ট পেলে চুপ থাকতে হবে। বেশি কষ্ট হলে সেটা বলে বেড়ানো উচিত নয়। এ সময় কষ্ট লাঘবে কাজ রেখে বিশ্রাম করারও পরামর্শ দিয়েছেন নবীজি।
তর্ক বিতর্ক ও গালি গালাজ
অনেকে রোজা রেখে দিনের বেলায় তর্কে জড়িয়ে পড়েন।  মিথ্যা, গিবত, পরনিন্দা, অশ্লীল কথাবার্তায় লিপ্ত থাকেন। রোজা রেখে এসব থেকে বিরত থাকতে বলা হয়েছে। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, যে ব্যক্তি রোজা অবস্থায় মিথ্যাচার ও মন্দ কাজ ত্যাগ করেনি তার পানাহার ত্যাগে আল্লাহর কোনো প্রয়োজন নেই। (সহিহ বুখারি : ১৯০৩)
১৪৩৪৫১৮০৫৬অন্য এক হাদিসে নবী করিম সা. ইরশাদ করেছেন, ‘রোজা অবস্থায় তোমাদের কেউ যেন অশ্লীল কথা না বলে এবং শোরগোল, হট্টগোলে লিপ্ত না হয়। যদি কেউ তার সঙ্গে গালিগালাজ বা মারামারি-কাটাকাটিতে লিপ্ত হতে চায় তবে সে (অনুরূপ আচরণ না করে) বলবে, আমি রোজাদার।’ (সহিহ বুখারি : ১৯০৪)
হাদিস দুটি থেকে বুঝা যায়, রোজা অবস্থায় মারামারি ও ঝগড়াঝাটি তো দূরের কথা, শোরগোল করাও রোজার আদব পরিপন্থী। অতএব জবানকে এসব থেকে বিরত রেখে সর্বদা জিকির-আজকার ও কোরআন তিলাওয়াতে লিপ্ত থাকা উচিত রোজাদারকে।
চোখের হেফাজত করা
রোজা রেখে দৃষ্টিকে সব ধরনের গোনাহ থেকে হেফাজত করতে বলা হয়েছে হাদিসে। বিশেষ করে রাস্তায় মেয়েদের দিকে দৃষ্টি ফেলা থেকে বিরত থাকতে বলা হয়েছে। এছাড়াও রোজা রেখে আমরা টিভি-সিনেমা ও অশ্লীল ম্যাগাজিন পড়ে থাকি। এতে রোজার মারাত্মক ক্ষতি হয়।
অশ্লীল কথা না শোনা
হাদিসে রোজাদারকে কানের হেফাজত করতে বলা হয়েছে। কানের হেফাজত বলতে গান শোনা, গিবত, পরনিন্দা ও অশ্লীল কথাবার্তা শোনা থেকে বিরত থাকা। অনেক সময় নিজেরা এসব না করলেও অন্যের মাধ্যমে এসবে লিপ্ত হতে হয়। তাই কৌশলে এসব বর্জন করতে হবে রোজাদারকে।
হারাম খাবার
হারাম জিনিস সবসময়ের জন্যই পরিত্যাগ করতে বলা হয়েছে কোরআন হাদিসে। রমজানে সেটা আরো কঠোরভাবে নিষেধ করা হয়েছে। হাদিসে বলা হয়েছে সেহরি ও ইফতারে হারাম আহার পরিহার করতে হবে। ইমাম গাজালী রহ. বলেন, যে ব্যক্তি সারাদিন রোজা রেখে হারাম অর্থে উপার্জিত অর্থ দিয়ে ইফতার করে সে যেন একটি অট্টালিকা নির্মাণ করে আর একটি শহর ধ্বংস করে।

এ জাতীয় আরও খবর

হিট স্ট্রোকের সহজ ঘরোয়া প্রতিকার

মেয়েকে প্রকাশ্যে আনলেন রাজ-শুভশ্রী

ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়ে মুখ খুললেন তামান্না

গাজায় তিন জিম্মির মরদেহ উদ্ধার ইসরায়েলের

মার্কিন প্রতিনিধির বসাকে সমস্যার সমাধান মনে করা সরকারের ভুল ধারণা : মঈন খান

চট্টগ্রামে লরি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, শিশুসহ পথচারী নিখোঁজ

ইসরায়েলকে গাজায় অভিযানের ‘অজুহাত’ দিয়েছে হামাস : মাহমুদ আব্বাস

ডায়াবেটিস থেকে ত্বকের সমস্যা

বিএনপির সময় ঋণখেলাপি সবচেয়ে বেশি ছিল: আইনমন্ত্রী

১০ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য

ক্যাম্পের বাইরে সেমিনারে অংশ নেওয়া ৩২ রোহিঙ্গা আটক

৪ বিভাগে আরও ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট