মঙ্গলবার, ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

পান-মিষ্টি নিয়ে দ্বন্দ্ব, বরযাত্রীর ওপর হামলা

news-image

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে পান-মিষ্টি ও কানের দুল নিয়ে কনেপক্ষের হামলায় বরপক্ষের ১০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে উপজেলার গোসিংগা ইউনিয়নের খিলপাড়া গ্রামের তোতা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

কনেপক্ষের লোকজন বরপক্ষকে মারধর করে সাড়ে ৫ লাখ টাকার স্বর্ণালংকার নিয়ে গেছে। হামলায় বর পক্ষের আলামিন (৩২), জুসনা (৪৫), রফিকুল (৩৪), শিউলী (৩৫) শাহনাজ (২২), মাহাম্মদ ফকির (৪৫), সুরুভী (২৯), আরিফ (১৯), শামীমা (৫০), রাকিব (২০) আহত হয়েছেন।

এ ঘটনায় বরের বাবা মো. সাহিদ ফকির বাদী হয়ে শ্রীপুর থানায় ৫ জনের নামসহ অজ্ঞাত ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন।

জানা যায়, গত বুধবার খিলপাড়া গ্রামের তোতা মিয়ার মেয়ে তাহমিনার সঙ্গে টেপিরবাড়ি গ্রামের সাহিদ ফকিরের ছেলে রাকিবের বিয়ে হয়। আজ কনেকে তুলে নেওয়ার অনুষ্ঠান ছিল। জুমা নামাজের পর ১০০ জন বরযাত্রী নিয়ে কনের বাড়িতে যান সাহিদ ফকির। দুপুরে খাওয়া শেষে বউ তুলে নেয়ার অপেক্ষায় ছিল বরপক্ষের লোকজন। বিকেল ৩টায় কনের ভাই রনিসহ অভিযুক্তরা পান-মিষ্টি কম দেওয়া ও কনের কানের দুল না দেওয়ায় বরপক্ষের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে অভিযুক্তরা বরপক্ষের লোকজনদের বেদরক পিটিয়ে ১০ জনকে আহত করে। এ সময় হামলাকারীরা বরপক্ষের মহিলাদের থেকে প্রায় ৫ লাখ টাকার স্বর্ণালংকার এবং ৫০ হাজার টাকার মালামাল ছিনিয়ে নেয়।

বরের বাবা সাহিদ ফকির বলেন, ‘গত মঙ্গলবার আমার ছেলের বিয়ে হয়। আজ বউ তুলে আনতে গিয়েছিলাম। কনের বাড়ির লোকজন পান-মিষ্টি ও কানের দুল নিয়ে ঝগড়ায় জড়িয়ে পড়ে। আমার সঙ্গে থাকা লোকজনকে পিটিয়ে আহত করে স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। ছেলের বউকে তুলে আনতে দেয়নি।’

হামলার শিকার রফিকুল আলামিন, শাহনাজ, আরিফ জানান, কনের বাড়ির লোকজন তাদের উপর হামলা চালিয়েছে। ঘরে দরজা বন্ধ করেও তাদের মারধর করেছে। প্রাণে বাঁচতে তারা বরকে নিয়ে পালিয়ে এসেছেন।

কনের বাবা তোতা মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, ‘তিন লাখ টাকার দেনমোহরে আমার মেয়ের বিয়ে হয়েছে। স্বর্ণালংকারের জন্য ৫০ হাজার টাকা ওয়াসিল দেওয়া হয়েছে। বর পক্ষ ৫০ হাজার টাকা ওয়াসিলের বিপরীতে ৫/৬ হাজার টাকার স্বর্ণালংকার এনেছে। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে বর পক্ষের লোকরা আমার লোকজনদের পিটিয়েছে।’

শ্রীপুর থানা পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান জানান, বর পক্ষের উপর হামলার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিয়ে বাড়িতে দুপক্ষের মধ্যে ঝগড়া হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

মেয়রের সামনে কাউন্সিলরকে জুতাপেটা করলেন চামেলী!

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন

নির্বাচনের পর আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে সরকার : ফখরুল

২৪ উপজেলায় ইভিএমে ভোট হবে মঙ্গলবার

এলজিইডি’র সেই প্রকৌশলীর স্ত্রীরও ৬ কোটি টাকার অবৈধ সম্পদ!

রাইসির হেলিকপ্টার দুর্ঘটনায় আমরা জড়িত নই: ইসরায়েলি কর্মকর্তা

কঠোরভাবে বাজার মনিটরিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

‘গিভ অ্যান্ড টেকের অফার অনেকেই দেয়, মেডিকেলের স্যারও দিয়েছিল’

বিয়ের পর আমার কাজের মান ভালো হয়েছে

৪ দিনেও খোঁজ মেলেনি ভারতে নিখোঁজ এমপি আনারের

বঙ্গবন্ধু শান্তি পদক দেবে সরকার, পুরস্কার কোটি টাকা ও স্বর্ণ পদক

অটোরিকশা চালকদের তাণ্ডবের ঘটনায় ৪ মামলা, আসামি প্রায় ২৫০০