বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানীতে তীব্র যানজট, পথে পথে ভোগান্তি

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন সড়কে আজ সোমবার সকাল থেকে তীব্র যানজট। বিশেষ করে ফার্মগেট ও নিউমার্কেপমুখী সড়কে যানজট বেশি। যানজটের কারণে চরম ভোগান্তি পোহাচ্ছেন নগরবাসী।

স্বাভাবিক সময়ে মোটরসাইকেলে রাজধানীর মোহাম্মদপুর থেকে ফার্মগেট যেতে ১৫-২০ মিনিটের মতো সময় লাগে। কিন্তু আজ সোমবার সকাল ৯টার দিকে এই পথ যেতে পৌনে এক ঘণ্টার মতো সময় লাগার কথা জানালেন এক ভুক্তভোগী। রাজধানীর অন্যান্য অংশের অবস্থাও একই রকম বলে কয়েকজন ভুক্তভোগী জানান। অবশ্য মোটরসাইকেল আরোহীদের চেয়ে বাসের যাত্রীদের ভোগান্তি বেশি হচ্ছে।

আজ সকালে খামারবাড়ি থেকে থেকে ফার্মগেট হয়ে কারওয়ানবাজার পর্যন্ত পুরো সড়কে যানবাহনের ব্যাপক চাপ দেখা যায়। যানবাহনগুলো থেমে থেমে চলছিল।

এ ছাড়া খামারবাড়ি থেকে মিরপুরের দিকে যেতে সড়কেও তীব্র যানজট দেখা গেছে। এই রাস্তা দিয়ে মিরপুর ১০ নম্বর যাচ্ছিলেন বেসরকারি চাকরিজীবী তরিকুল ইসলাম। তিনি জানান, জরুরি কাজে মিরপুরে যাচ্ছিলেন তিনি। কিন্তু পুরো ভাড়া দিয়েও তীব্র যানজটের কারণে তিনি বাস থেকে নেমে হেঁটে রওনা দিয়েছেন। সামনে ফাঁকা রাস্তা পেলে আবার বাসে উঠবেন।

বিজয় স্বরণির মোড়ে ট্রাফিক পুলিশ সদস্য রেজাউল ইসলাম জানান, অন্য দিনের তুলনায় আজ সড়কে যানবাহনের চাপ বেশি। সকাল থেকে যানজটের কারণে এসব যানবাহন ধীরগতিতে চলাচল করছে।

এ জাতীয় আরও খবর

হুমকি দিয়েই পোস্ট সরিয়ে নিলেন তিশা, কী লেখা ছিল তাতে?

দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বিকেলে

ঘরে-বাইরে কোথাও সম্মান পান না প্রবাসীরা

দেশের ফেরার আগে মোস্তাফিজের চমক

মৃত্যু সনদ জাল করার অভিযোগে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মামলা

বিরক্ত হয়েই শাকিবের পরিবার এই সিদ্ধান্ত নিয়েছে : অপু বিশ্বাস

তিউনিসিয়া উপকূলে নিহত ৮ বাংলাদেশির লাশ আজ দেশে পৌঁছাবে

রাজধানীতে ট্রাকের ধাক্কায় রিকশাচালক নিহত

আদালতে লিফট আতঙ্ক, ভোগান্তিতে আইনজীবী-বিচারপ্রার্থীরা

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া

অবশেষে নামলো বৃষ্টি, দাবদাহে পুড়তে থাকা মানুষের স্বস্তির নিশ্বাস

হবিগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫