শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ঘরে-বাইরে কোথাও সম্মান পান না প্রবাসীরা

news-image

পরিবারকে ভালো রাখতে ঋণ করে সৌদি আরব গিয়েছেন মনিরুল ইসলাম। যেই প্রত্যাশা নিয়ে গিয়েছিলেন, বাস্তবে তার উল্টো হয়েছে। সেখানে প্রতিটি পদে তাকে ভোগান্তিতে পড়তে হয়। বাঙালি শুনলে অন্য দেশের কর্মীরা করুণার চোখে দেখেন। সময়মতো প্রয়োজনীয় টাকা পাঠাতে না পারলে পরিবারের লোকজনও মনক্ষুণ্ন হন।

মালয়েশিয়া প্রবাসী জুয়েল বলেন, অন্য দেশের শ্রমিকের তুলনায় আমাদের পারিশ্রমিক খুবই কম। কিন্তু আমাদের ব্যয় সবচেয়ে বেশি। অনেক ক্ষেত্রে আমরা প্রতারণারও শিকার হই। কিন্তু কোনো প্রতিকার পাই না। আমাদের রেমিট্যান্স যোদ্ধা বলা হলেও মূল্যায়ন করা হয় না। জানা গেছে, প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও তাদের প্রবাসজীবন মোটেও আরামদায়ক নয়। তারা ঘরে-বাইরে কোথাও সম্মান পান না।

এমন পরিস্থিতিতে সরকার প্রবাসীদের কল্যাণ ও তাদের সমস্যা সমাধানের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবাসী কল্যাণ শাখা প্রতিষ্ঠা করেছে। প্রবাসীরা হয়রানির শিকার হলে এ শাখার মাধ্যমে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। যে সব প্রবাসী বিদেশে মারা যান, তাদের উত্তরাধিকারীরা যাতে সহজে আর্থিক সুবিধা পান, সেজন্য প্রবাসী কল্যাণ শাখা তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান বলেন, বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের বেতনভাতা ও সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য মন্ত্রণালয় কাজ করছে। শিগগির প্রবাসী কল্যাণ সেল গঠন করা হবে। দক্ষ শ্রমিক তৈরি করতে ট্রেনিং সেন্টার বাড়ানো হবে। আমরা নতুন শ্রমবাজার খুঁজে বের করতে কাজ করছি। তখন প্রবাসী শ্রমিকদের সংকট কিছুটা হলেও লাঘব হবে।

এ জাতীয় আরও খবর

সরকার পরিবর্তনে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই : মির্জা ফখরুল

‘বিদেশি ঋণ পরিশোধের অবস্থায় নেই সরকার’

ছোট ভাই শাহাদাতকে ‘কুলাঙ্গার’ বললেন মেয়র কাদের মির্জা

ঋণের সুদ দিতে গিয়ে হিসাব মেলানো কঠিন হচ্ছে, গভর্নরকে জানালেন ব্যবসায়ীরা

তাপপ্রবাহ বাড়ছে, হিট স্ট্রোকে ৩ জনের মৃত্যু

কোপা আমেরিকায় শাকিরার গান ‘পুন্তেরিয়া’

এক অভিযানেই ইসরায়েলের ১২ সেনা নিহত: হামাস

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

সৌদি পৌঁছেছেন ২১ হাজার হজযাত্রী

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা একসময় বিশ্বে রোল মডেল হবে : আহসান হাবিব

বুদ্ধ পূর্ণিমা ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার

শেয়ার হস্তান্তরে স্থিতাবস্থা : এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ বন্ধ