বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইরানের সামরিক স্থাপনায় হামলা

news-image

অনলাইন ডেস্ক : ইরানের সামরিক এক স্থাপনা ড্রোন হামলার শিকার হয়েছে। ইরানের সংবাদ সংস্থাগুলো বলছে, এতে বিকট বিস্ফোরণ ও আলোর ঝলকানি দেখা গেছে। গোলাবারুদের কারখানায় এই হামলা হয়। খবর গার্ডিয়ানের।

তবে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানের সামরিক স্থাপনায় যে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে, তা একটি ‘অসফল’ ড্রোন হামলার কারণে হয়েছে।

তবে বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে, কয়েক ঘণ্টার ব্যবধানে ইরানের বিভিন্ন স্থাপনা হামলার শিকার হয়েছে। গার্ডিয়ান বলছে, তারা এসব রিপোর্টের সত্যতা যাচাই করতে পারেনি।

এ ছাড়া ইরানের সংবাদসংস্থা ইরনা বলছে, উত্তরাঞ্চলীয় শহর তাবরিজে এক তেল পরিশোধনাগারে আগুন লেগেছে। এতে একজন আহত হয়েছে। তবে এটি ইসফাহানের সামরিক স্থাপনায় হামলার সঙ্গে সম্পৃক্ত কি না তা জানা যায়নি।

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, “বিমান প্রতিরক্ষা ব্যবস্থাপনা একটি ড্রোনে আঘাত হানে, অপর দুটি প্রতিরক্ষা ফাঁদে আটকা পড়ে ও বিস্ফোরিত হয়। সৌভাগ্যবশত, এই অসফল হামলায় কারও প্রাণহানি হয়নি এবং এটি ওয়ার্কশপের ছাদের সামান্য ক্ষতি করেছে।”