শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কিয়েভে দফায় দফায় বিস্ফোরণ

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভে দফায় দফায় বিস্ফোরণে শব্দ শোনা গেছে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা। আজ শনিবার টিআরটি ওয়ার্ল্ডের লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের প্রধান কিরিলো টিমোশেঙ্কো বার্তা আদান-প্রদানের অ্যাপ টেলিগ্রামে বলেছেন, কিয়েভে গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। অন্যেদিকে কিয়েভের মেয়র ভিতালি ক্লিতস্কো দিনিপ্রভস্কি জেলায় বিস্ফোরণের কথা জানিয়েছেন।

তিনি বাসিন্দাদের নিরাপদে আশ্রয় নেওয়ার আহ্বান জানান।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৩২৫ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।