বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কেন বিড়াল ভালোবাসবেন

news-image

বিড়াল এর গায়ে কখনো পা দিয়ে লাথি কিংবা লাঠি দ্বারা আঘাত করবেন না। এমন কি পা লাগিয়ে আদর ও করবেন না।

মনে রাখবেন বিড়াল একমাত্র মাংসাসী প্রাণি যাকে-

আমাদের নবী (সা:) ভালবেসে তার গায়ে হাত বুলিয়েছিলেন, কোলে বসিয়েছেন।

বিড়াল সেই প্রাণি যে পবিত্র কাবার গিলাফে গা লাগিয়ে ঘুমায়,!

বিড়াল সেই প্রাণি, যার জন্য মক্কায় মুসল্লিগণ কাতার ভেঙে দাঁড়ায়,!

তাও তাকে কেউ স্থান থেকে উঠায় না।

বিড়াল সেই প্রাণি, যাকে পানি পান করানোর জন্য মক্কায় আলাদা লোক নিয়োগ দেয়া হয়।

বিড়াল হাদিসে বর্ননাকৃত একমাত্র সুষ্পষ্ট প্রাণি যাকে বেঁধে রেখে কষ্ট দিয়ে মারার জন্য এক নারীকে জাহান্নামে নিক্ষিপ্তের ঘটনা আছে।

বিড়াল সেই প্রাণি যার মুখ লাগানো এটো খাদ্য মা আয়েশা মুখে নিয়েছেন,!

বিড়াল সেই প্রাণি যার জিহবা চাটা পানিতে আল্লাহর হাবীব অযু করেছেন,!

বিড়াল সেই প্রাণি যার পরিচয়ে পরিচিত প্রিয় সাহাবী ও সর্বাধিক হাদীস বর্নাকারী আবু হুরায়রাহ (রা:)

(তারা অপবিত্র নয়। তারা তোমাদের আশেপাশে বিচরণকারীনি – তিরমিজি)