বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মাদারীপুরজুড়ে ‘ডাকাতি হবে’ আতঙ্ক! পুলিশ বলছে ‘গুজব’

news-image

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর পৌর শহর এবং সদর উপজেলাসহ জেলার বিভিন্ন এলাকায় ডাকাতদল হানা দিচ্ছে বলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় সদর উপজেলার বিভিন্ন এলাকার স্থানীয় বাসিন্দারা বিভিন্ন পাড়া ও মহল্লা পাহারা দিচ্ছেন বলে জানা গেছে। বাসিন্দাদের সতর্ক করতে একাধিক জায়গায় মাইকিং করা হচ্ছে। তবে পুলিশ বলছে, ডাকাতদলের হানা দেওয়ার খবরটি গুজব। বিভিন্ন এলাকায় পুলিশ টহল দিচ্ছে।

রবিবার (২৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার পর মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর, করদি, উত্তর চিড়াইপাড়া, নয়াচর, থানতলী, পিটিআই এলাকাসহ শিবচর উপজেলা ও কালকিনি বিভিন্ন এলাকায় ডাকাতদলের হানা দেওয়ার খবর ছড়িয়ে পড়ে। এ সময় বিভিন্ন পাড়া-মহল্লার মসজিদে মাইকিং করে স্থানীয় বাসিন্দাদের বিষয়টি জানিয়ে সতর্ক করা হয়।

সদর উপজেলার বিভিন্ন এলাকার অনেকে আতঙ্কিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন। সেসব পোস্ট থেকে জানা গেছে, মাইকিং শোনার পর স্থানীয় বাসিন্দারা আতঙ্কগ্রস্ত হয়ে বাড়িঘর ছেড়ে বাইরে অবস্থান নেন।

নাসির নামে একজন জানান, শিবচরের নলগোড়া খাজারডেক নামক এলাকার একটি মসজিদের মাইকে প্রায় ১২টা ৫৮ মিনিটে মাইকিং করছে। জাফরুল নামে একজন জানান, কালকিনিতে ১২টা ৫৮ মিনিটেও মাইকিং করছে। আসলে ঘটনার কোনো সত্যতা পাওয়া যায়নি। মস্তফাপুরের হাফিজ নামে একজন জানান, আমি মাইকিং শুনে বাড়ি থেকে বের হয়েছি লাঠি নিয়ে। তবে এটা অন্য কিছু কি-না তা আমার জানা নেই।

সচেতন নাগরিক এম এইচ সোহাগ বলেন, সারারাত এত মাইকিং সেটার কি হবে। এত এত আতঙ্ক সৃষ্টি হয়েছে, ঘরের বৃদ্ধ ও শিশুরা ভয়ে সারারাত কাটিয়েছে এটার কি হবে। যুবকরা দেশি অস্ত্র ও লাঠি নিয়ে নিজ নিজ এলাকা পাহারা দিতে বাধ্য হয়েছে। তাহলে এই গুজব রটাল কে তার বিচার হওয়া প্রয়োজন আছে তো। রাখালের গল্পটা মনে হয় আমাদের অনেকের জানা, বাঘ আসছে, বাঘ আসছে, বাঘ। কিন্তু একদিন ঠিকই আসছে সেদিন কাউকে পাওয়া যায়নি বা কেউ বিশ্বাস করেনি। তবে কেউ গুজব বা মিথ্যা তথ্য দিয়ে আতঙ্ক সৃষ্টি করবেন না।

পুলিশের দাবি, মধ্যরাতে ডাকাতদলের হানা দেওয়ার কথা বলে গুজব ছড়ানো হয়েছে। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার চৌধুরী বলেন, আমাদের কাছে ম্যাসেজ আসছে মস্তফাপুরের আশপাশে ডাকাতি হতে পারে, তাই সর্তক থাকতে বলেছি। আমরা তো কাউকে মাইকিং করতে বলিনি। এগুলো গুজব, গুজব ছড়িয়ে মানুষকে আতঙ্কিত করা হয়েছে। বিষয়টি ন্যাক্কারজনক। এ বিষয়ে সরেজমিনে খোঁজ চলছে।

 

এ জাতীয় আরও খবর

হুমকি দিয়েই পোস্ট সরিয়ে নিলেন তিশা, কী লেখা ছিল তাতে?

দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বিকেলে

ঘরে-বাইরে কোথাও সম্মান পান না প্রবাসীরা

দেশের ফেরার আগে মোস্তাফিজের চমক

মৃত্যু সনদ জাল করার অভিযোগে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মামলা

বিরক্ত হয়েই শাকিবের পরিবার এই সিদ্ধান্ত নিয়েছে : অপু বিশ্বাস

তিউনিসিয়া উপকূলে নিহত ৮ বাংলাদেশির লাশ আজ দেশে পৌঁছাবে

রাজধানীতে ট্রাকের ধাক্কায় রিকশাচালক নিহত

আদালতে লিফট আতঙ্ক, ভোগান্তিতে আইনজীবী-বিচারপ্রার্থীরা

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া

অবশেষে নামলো বৃষ্টি, দাবদাহে পুড়তে থাকা মানুষের স্বস্তির নিশ্বাস

হবিগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫