শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

শিল্পী সমিতির চেয়ারে বসলেন নিপুণ

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ আক্তার। আজ সোমবার (২১ নভেম্বর) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এক আদেশে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নিপুণ আক্তারের দায়িত্ব পালনে বাধা নেই বলে জানিয়েছেন। নিপুণ আক্তারকে সাধুবাদ জানিয়েছে চলচ্চিত্রের অনেকেই।

আপিল বিভাগকে স্বাগত জানিয়ে নিপুণ বলেন, ‘সর্ব প্রথম মহান আল্লাহ তায়ালাকে। আমরা জানি আল্লাহর ইশারা ছাড়া কিছুই হয় না। ধন্যবাদ জানাই আপিল বিভাগকে, উচ্চ আদালত, ব্যারিস্টার টিমকে। চ্যালেঞ্জ নিয়েছিলাম, আমরা বিজয়ী হব। এ ছাড়া ধন্যবাদ জানাই সকল গণমাধ্যমকে। আপনারা পাশে না থাকলে হয়তো এত কিছু সম্ভব ছিল না। তিনি বিশ্বাস করতেন এ রায় আমার পক্ষেই আসবে।’

দীর্ঘদিন এ রায়ে হাইকোর্টে যাওয়া আসা নিয়ে এই অভিনেত্রী বলেন, ‘প্রথম দিকে বুঝতে পারছিলাম না। কীভাবে কি হবে। আমার বাবা যেহেতু আইনের একজন মানুষ। একজন সচিব। মোটামুটি ধারণা ছিল। সেদিক থেকে থেকে তেমন কষ্ট হয়নি।’

দীর্ঘদিন এ মামলা-হামলা-ঝামেলা শেষে তিনিই বিজয়ী হলেন। প্রথমে কি কাজ করতে চান এমন প্রশ্নের উত্তরে এই অভিনেত্রী বলেন, ‘আমার নির্বাচনী ইশতেহারে বলাই ছিল। প্রথম কাজ থাকবে চলচ্চিত্রের সকল সংগঠন মিলে দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যেতে চাই। আমাদের চলচ্চিত্রের সকল সমস্যাগুলো তার কাছে বলতে চাই।’

প্রধানমন্ত্রীকে এফডিসিতে আনারও অঙ্গীকার করতে দেখা যায় এই অভিনেত্রীর।

মামলা চলাকালীন সময়ে বসে থাকেননি তিনি। নিয়মিত কাজ করেছেন এই সমিতিতে।

অন্যদিকে জানা যায়, গত ৭ ফেব্রুয়ারি জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নির্বাচনী আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। এ ছাড়া এ বিষয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের চিঠির কার্যকারিতাও স্থগিত করা হয়। একই সঙ্গে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। চিত্রনায়ক জায়েদ খানের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ রায় দেন।

এর আগে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে হাইকোর্টের রায় স্থগিত করেছিলেন আপিল বিভাগ। একই সঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিপুণের লিভ টু আপিল গ্রহণ করেছিলেন আদালত। তবে আজ সবকিছুর সুরাহা হলো।

এর ফলে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নিপুণের দায়িত্ব পালনে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

 

এ জাতীয় আরও খবর

হিট স্ট্রোকের সহজ ঘরোয়া প্রতিকার

মেয়েকে প্রকাশ্যে আনলেন রাজ-শুভশ্রী

ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়ে মুখ খুললেন তামান্না

গাজায় তিন জিম্মির মরদেহ উদ্ধার ইসরায়েলের

মার্কিন প্রতিনিধির বসাকে সমস্যার সমাধান মনে করা সরকারের ভুল ধারণা : মঈন খান

চট্টগ্রামে লরি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, শিশুসহ পথচারী নিখোঁজ

ইসরায়েলকে গাজায় অভিযানের ‘অজুহাত’ দিয়েছে হামাস : মাহমুদ আব্বাস

ডায়াবেটিস থেকে ত্বকের সমস্যা

বিএনপির সময় ঋণখেলাপি সবচেয়ে বেশি ছিল: আইনমন্ত্রী

১০ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য

ক্যাম্পের বাইরে সেমিনারে অংশ নেওয়া ৩২ রোহিঙ্গা আটক

৪ বিভাগে আরও ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট