বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ধানমন্ডিতে সমাবেশস্থলে ১৪৪ ধারা: অভিযোগ বিএনপির

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ধানমন্ডিতে বিএনপির পূর্বনির্ধারিত কর্মসূচিস্থলে ১৪৪ ধারা জারি করেছে ধানমন্ডি থানা পুলিশ। সোমবার রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ মেডিকেল কলেজ শংকর বাসস্ট্যান্ড সংলগ্ন সড়কে ঢাকা মহানগর উত্তর বিএনপির সমাবেশ করার কথা ছিল।

রবিবার রাতে এ কথা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি।

তিনি বলেন, এর আগে হাজারীবাগে আমরা সমাবেশ করতে চেয়েছিলাম। সেখানে যুবলীগের কর্মসূচি ঘোষণা করলে আমরা ধানমন্ডিতে কর্মসূচি করার সিদ্ধান্ত নিই। এখন যুবলীগ কর্মসূচি ঘোষণা করে। এ কারণে পুলিশ সমাবেশস্থলে ১৪৪ ধারা জারি করে। স্থানীয় আওয়ামী লীগের নেতাদের বাধার মুখে বিশৃঙ্খলা হতে পারে আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ধানমন্ডি জোনের এ কর্মসূচিতে প্রধান অতিথি থাকার কথা ছিল বিএনপির স্থায়ী কমিটি সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর।

বিশেষ অতিথি ছিলেন ভাইস-চেয়ারম্যান ব্যারিস্টার শাজাহান ওমর বীর উত্তম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি। প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মজনু ও সভাপতিত্ব করার কথা ছিল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলামের।

সমাবেশস্থল পুলিশ দখল করে রেখেছে বলে দেশ রূপান্তরের কাছে অভিযোগ করেন ইকবাল হাসান মাহমুদ টুকু।

তবে ধানমন্ডি থানার ওসি ইকরাম আলী মিয়া বলেন, পুলিশ ১৪৪ ধারা জারি করেনি। নিরাপত্তা ও মানুষের জানমাল রক্ষায় দু পক্ষকে সমাবেশ না করতে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

হুমকি দিয়েই পোস্ট সরিয়ে নিলেন তিশা, কী লেখা ছিল তাতে?

দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বিকেলে

ঘরে-বাইরে কোথাও সম্মান পান না প্রবাসীরা

দেশের ফেরার আগে মোস্তাফিজের চমক

মৃত্যু সনদ জাল করার অভিযোগে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মামলা

বিরক্ত হয়েই শাকিবের পরিবার এই সিদ্ধান্ত নিয়েছে : অপু বিশ্বাস

তিউনিসিয়া উপকূলে নিহত ৮ বাংলাদেশির লাশ আজ দেশে পৌঁছাবে

রাজধানীতে ট্রাকের ধাক্কায় রিকশাচালক নিহত

আদালতে লিফট আতঙ্ক, ভোগান্তিতে আইনজীবী-বিচারপ্রার্থীরা

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া

অবশেষে নামলো বৃষ্টি, দাবদাহে পুড়তে থাকা মানুষের স্বস্তির নিশ্বাস

হবিগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫