বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ট্রাক চাপায় একই পরিবারের ৩ জনের মৃত্যু

news-image

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে ট্রাক চাপায় একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ৯টার দিকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে সামনে এ দুর্ঘটনা ঘটে।

দিনাজপুর ট্রাফিক বিভাগের দায়িত্বে নিয়োজিত পরিদর্শক এটিএম তৌহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলেই নিহত দুজন হলেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার খানপুর খানপাড়ার মকবুল হোসেনের ছেলে মোহাম্মদ আলী (৬৫) এবং একই উপজেলার রাজিবপুর গ্রামের আজিজুল হকের ছেলে আজগার হোসেন (৩৫)। দুঘটনায় গুরুতর আহত হন রাজিবপুর গ্রামের সাজেদুর রহমানের ছেলে মকবুল হোসেন (৪০)।

গুরুতর আহতাবস্থায় সকাল ১০টার দিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। একপর্যায়ে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। পরে ঢাকা নিয়ে যাওয়ার পথে বিকেল সাড়ে ৪টার দিকে মারা যান মকবুল। নিহতরা সম্পর্কে শ্যালক-দুলাভাই বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সাহেব আলী ও সোলায়মান হোসেন জানান, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার থেকে একটি ব্যাটারিচালিত ইজিবাইকে করে সাতজন নারী-পুরুষ দিনাজপুর সদর উপজেলার খোয়ারের মোড়ে আত্মীয়ের বাসায় আসছিলেন। পথে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে সামনে এলে চার্জ কমে যাওয়ায় নিহত তিনজন ইজিবাইক থেকে নেমে যান। তাদের রেখে ইজিবাইকে থাকা অপর তিন নারী ও চালক ঘটনাস্থল থেকে সদরের খোয়ারের মোড়ের উদ্দেশে চলে যান।

এরপর হাসপাতালের প্রধান ফটকের পাশে ফুটপাতে দাঁড়িয়ে ছিলেন ওই তিনজন। এ সময় দিনাজপুরগামী একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর উঠে গেলে ঘটনাস্থলেই আলী ও আজগার নিহত হন। ট্রাকের ধাক্কায় হাসপাতালের বাউন্ডারির বাইরে দাঁড়ানো কয়েকটি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে।

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার পর ঘাতক ট্রাকের চালক ও স্টাফরা পালিয়ে গেছেন। এ ব্যাপারে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

হুমকি দিয়েই পোস্ট সরিয়ে নিলেন তিশা, কী লেখা ছিল তাতে?

দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বিকেলে

ঘরে-বাইরে কোথাও সম্মান পান না প্রবাসীরা

দেশের ফেরার আগে মোস্তাফিজের চমক

মৃত্যু সনদ জাল করার অভিযোগে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মামলা

বিরক্ত হয়েই শাকিবের পরিবার এই সিদ্ধান্ত নিয়েছে : অপু বিশ্বাস

তিউনিসিয়া উপকূলে নিহত ৮ বাংলাদেশির লাশ আজ দেশে পৌঁছাবে

রাজধানীতে ট্রাকের ধাক্কায় রিকশাচালক নিহত

আদালতে লিফট আতঙ্ক, ভোগান্তিতে আইনজীবী-বিচারপ্রার্থীরা

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া

অবশেষে নামলো বৃষ্টি, দাবদাহে পুড়তে থাকা মানুষের স্বস্তির নিশ্বাস

হবিগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫