বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঋণ নিয়ে গভীর সংকটে গ্রিস

news-image
গ্রিসের ঋণ সংকট সমাধানের চেষ্টাটি আবারো ব্যর্থ হয়ে গেছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত ইউরোজোনের অর্থমন্ত্রীদের বৈঠকে তেমন কোনো অগ্রগতির খবর পাওয়া যায়নি। ফলে ঋণ নিয়ে গভীর সংকটে পড়তে যাচ্ছে দেশটি। খবর- বিবিসি ও ডয়েচে ভেলের। লুক্সেমবার্গে অর্থমন্ত্রীদের বৈঠকের পর ইউরোগ্রুপের প্রধান জেরোয়ন ডিজেসলব্লোয়েম বলেন, ‘খুব সামান্য’ উন্নতি হয়েছে এবং ‘দৃশ্যপটে এখনো কোনো চুক্তি নেই’। তিনি আরো বলেন, গ্রিসের জন্য ‘খুব সামান্য সময় বাকি রয়েছে’। উল্লেখ্য, চলতি মাসের মধ্যেই গ্রিসকে আইএমএফকে ১.৬ বিলিয়ন ইউরো ফেরত দিতে হবে৷ আর পরবর্তী দুই মাসে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংককে দিতে হবে ৬.৭ বিলিয়ন ইউরো। এ লক্ষ্যে দাতাদের কাছ থেকে 'বেইল আউট' প্যাকেজের শেষ কিস্তি (৭.২ বিলিয়ন ইউরো) পেতে আলোচনা করেছিল গ্রিস৷ কিন্তু দাতাদের দেয়া সংস্কার প্রস্তাবে সম্মত হয়নি গ্রিস। গ্রিসের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ইইউ, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ও আইএমএফ-এর বৈঠকে কয়েকটি বিষয় নিয়ে মতানৈক্য ছিল। দাতারা চাইছিল, গ্রিসের পেনশন ব্যবস্থায় সংস্কার আনতে, অর্থাৎ পেনশনের অর্থ কমাতে। কিন্তু গ্রিস তাতে রাজি নয়। গ্রিক প্রধানমন্ত্রী আলেক্সিস সিপ্রাস সাফ জানিয়ে দিয়েছেন সেই কথা। উলটো তিনি ইইউ নেতাদের সতর্ক করে বলেছেন, 'ইউরোপ যদি পেনশন কমানোর প্রস্তাব থেকে সরে না আসে তাহলে যে ঘটনা ঘটবে তাতে ইউরোপের কেউই লাভবান হবে না।' দাতাদের সঙ্গে গ্রিসের একটি চুক্তিতে উপনীত হতে না পারায় ইইউ’র শীর্ষ কর্মকর্তারা এখন প্রকাশ্যেই ইউরোজোন থেকে গ্রিসের বেরিয়ে যাওয়ার সম্ভাবনার কথা বলছেন। 

এ জাতীয় আরও খবর

হুমকি দিয়েই পোস্ট সরিয়ে নিলেন তিশা, কী লেখা ছিল তাতে?

দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বিকেলে

ঘরে-বাইরে কোথাও সম্মান পান না প্রবাসীরা

দেশের ফেরার আগে মোস্তাফিজের চমক

মৃত্যু সনদ জাল করার অভিযোগে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মামলা

বিরক্ত হয়েই শাকিবের পরিবার এই সিদ্ধান্ত নিয়েছে : অপু বিশ্বাস

তিউনিসিয়া উপকূলে নিহত ৮ বাংলাদেশির লাশ আজ দেশে পৌঁছাবে

রাজধানীতে ট্রাকের ধাক্কায় রিকশাচালক নিহত

আদালতে লিফট আতঙ্ক, ভোগান্তিতে আইনজীবী-বিচারপ্রার্থীরা

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া

অবশেষে নামলো বৃষ্টি, দাবদাহে পুড়তে থাকা মানুষের স্বস্তির নিশ্বাস

হবিগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫