বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রায়হান রাফীর ‘নিঃশ্বাস’-এর মুক্তি আজ রাতেই

news-image

অনলাইন ডেস্ক : আজ রাতে মুক্তি পেতে যাচ্ছে রায়হান রাফী পরিচালিত ওটিটি প্ল্যাটফর্ম চরকি অরিজিনাল ফিল্ম ‘নিঃশ্বাস’। এর মধ্যে মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার। প্রায় দুই মিনিটের এই ট্রেলারটিতে রয়েছে অনেক চমক। ছবিটির প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, সাফা কবির, শাওন, অপু এবং নীল।

‘নিঃশ্বাস’ নির্মাতা রায়হান রাফী সিনেমাটি প্রসঙ্গে বলেন, ‘এটির কাহিনি ও চিত্রনাট্য আমার। এটা একটা এক্সপেরিমেন্টাল কাজ বলতে পারেন। ‘খাঁচার ভেতর অচিন পাখি’র পর আমি এমন একটি এক্সপেরিমেন্টাল কাজ করলাম। অনেক দিন পর এমন একটি কাজ নিয়ে আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে এ নিয়ে আমি চারটি ছবি করে ফেললাম। প্রথম কাজটি ছিল ‘খাঁচার ভেতর অচিন পাখি’, তারপর ‘টান’ তারপর ‘সাত নাম্বার ফ্লোর’….আর এবার ‘নিঃশ্বাস’।

ছবির গল্প প্রসঙ্গে পরিচালক বলেন, ছবির গল্পটা যদি এককথায় বলতে হয় তাহলে বলব- এটা একটা হাসপাতালের ভেতরের গল্প। একটা হাসপাতালে সব সময় যুদ্ধ চলে নিঃশ্বাসের জন্য। কারো নিঃশ্বাস চলে যাচ্ছে, অর্থাৎ শেষ নিঃশ্বাস ত্যাগ করছে আর একটা শিশু জন্ম নিচ্ছে। সে-ও প্রথম নিঃশ্বাস নিচ্ছে এই হাসপাতালেই। ‘নিঃশ্বাস’ আসলে নিঃশ্বাস নিয়ে এমনই এক যুদ্ধের গল্প।

‘ছবির সব গল্প তো আর আমি বলে দেব না কিছু আপনাদেরও দেখতে হবে। তবে সিনেমাটি করতে গিয়ে আমি খুব এনজয় করেছি। অনেক দিন পর অনেক অভিনয়শিল্পীকে নিয়ে এক সাথে কাজ করেছি। এটাও একটা দারুণ অভিজ্ঞতা।’

তাহলে এবার দর্শক, আসুন রুদ্ধশ্বাস অপেক্ষা করি ‘নিঃশ্বাস’-এর জন্য।

 

এ জাতীয় আরও খবর

হুমকি দিয়েই পোস্ট সরিয়ে নিলেন তিশা, কী লেখা ছিল তাতে?

দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বিকেলে

ঘরে-বাইরে কোথাও সম্মান পান না প্রবাসীরা

দেশের ফেরার আগে মোস্তাফিজের চমক

মৃত্যু সনদ জাল করার অভিযোগে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মামলা

বিরক্ত হয়েই শাকিবের পরিবার এই সিদ্ধান্ত নিয়েছে : অপু বিশ্বাস

তিউনিসিয়া উপকূলে নিহত ৮ বাংলাদেশির লাশ আজ দেশে পৌঁছাবে

রাজধানীতে ট্রাকের ধাক্কায় রিকশাচালক নিহত

আদালতে লিফট আতঙ্ক, ভোগান্তিতে আইনজীবী-বিচারপ্রার্থীরা

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া

অবশেষে নামলো বৃষ্টি, দাবদাহে পুড়তে থাকা মানুষের স্বস্তির নিশ্বাস

হবিগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫