বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটে না: পররাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে বিচারবহির্ভূত কোনো হত্যাকাণ্ড ঘটে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকা সফররত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেটের সঙ্গে বৈঠক শেষে তিনি এ সব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগে কিছু ঘটনা ঘটলেও এখন বিচারবহির্ভূত কোনো হত্যার ঘটনা ঘটে না। বিচারবহির্ভূত হত্যার বিষয়ে কোনো তথ্য পেলে সরকার তা তদন্ত করে। কারণ বর্তমান সরকার যেকোনো অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে।

গণমাধ্যমের স্বাধানীতা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে গণমাধ্যম পুরোপুরি স্বাধীনতা ভোগ করে। বাংলাদেশে গণমাধ্যমের যে স্বাধীনতা আছে তা বিশ্বের অনেক দেশে নেই। বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা নেই বলে যে খবর প্রচার হয় তা ভিত্তিহীন। এছাড়া সরকার কোনো মিডিয়াকে নিয়ন্ত্রণ করে না।

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘ আমাদের সহযোগিতা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।