বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চাঁদাবাজির অভিযোগে ২ ছাত্রলীগ নেতা বহিষ্কার

শেকৃবি প্রতিনিধি : রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) চাঁদাবাজির অভিযোগে শাখা ছাত্রলীগের দুইজনকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে শেকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি এস এম মাসুদুর রহমান মিঠু এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের আদেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে অনুযায়ী জানা যায়, শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় কবি কাজী নজরুল ইসলাম হল শাখা ছাত্রলীগের সভাপতি এস এম সজীব হোসাইন ও সাধারণ সম্পাদক আরিফ হোসাইনকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

আবাসিক হলের ডাইনিংয়ে চাঁদাবাজিতে জড়িত থাকার অভিযোগে তাদের বহিষ্কার করা হয় বলে জানা যায়।

শেকৃবি ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেহেদী হাসান নান্নু বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শৃঙ্খলা ভঙ্গ করায় শেকৃবি ছাত্রলীগের সিদ্ধান্ত মোতাবেক তাদেরকে বহিষ্কার করা হয়েছে।’

উল্লেখ্য, গত ২৭ জুলাই কবি কাজী নজরুল ইসলাম হলের ডাইনিংয়ে ওই দুই ছাত্রলীগ নেতার চাঁদাবাজির খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। খবর প্রকাশিত হওয়ার পরপরই নিজেদের নির্দোষ প্রমাণ করতে ডাইনিং কর্মচারীদের ভয়-ভীতি, প্রকাশিত খবরের প্রতিবাদ জানাতে হল প্রভোস্টকে চাপ প্রয়োগ করে বাধ্য করেন এই দুই ছাত্রলীগ নেতা। এর আগে কাজী নজরুল ইসলাম হলের এক সহকারী প্রভোস্টকে লাঞ্ছিত করায় সজীব হোসাইনকে শোকজ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

এ জাতীয় আরও খবর

সালমান খানের বাড়িতে হামলায় অভিযুক্ত তরুণের আত্মহত্যা

দাবদাহে তিস্তাপাড়ে সেচের আশীর্বাদ হিমালয়ের বরফগলা পানি

বৃহস্পতিবার সারা দেশের স্কুল-কলেজ বন্ধ

দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বৃহস্পতিবার

যেসব অভিযোগে মামলা হবে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে

মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অজস্র অভিযোগ: হারুন

বিলাসিতা ছেড়ে শ্রমিকদের কল্যাণে বিশেষ নজর দিন; শিল্প মালিকদের প্রধানমন্ত্রী

সব মানুষ বলছে সরকার অধিকার হরণ করছে: ফখরুল

বিএনপি কর্মীরা ক্লান্ত, নেতারা হতাশ: ওবায়দুল কাদের

হাসপাতালে খালেদা জিয়া

কাল থেকে কমতে পারে তাপমাত্রা, শুরু হবে বৃষ্টি

মিল্টন সমাদ্দার গ্রেপ্তার