বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আগুন নেভাতে গিয়ে জানলেন, নিহতরা সবাই পরিবারের সদস্য

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে একটি বাড়িতে অগ্নিকাণ্ডে তিনজন শিশুসহ ১০ জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে এসে অগ্নিনির্বাপক কর্মী হ্যারল্ড বেকার আতঙ্কিত হয়ে পড়েন। কারণ নিহতরা সবাই তার পরিবারের সদস্য।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের পুলিশ নিহত ছয়জনের নাম নিশ্চিত করেছে। তবে এখনো পাঁচ, ছয় ও সাত বছর বয়সী তিন শিশুর পরিচয় নিশ্চিত করেনি।

নিহতরা হলেন ডেল বেকার (১৯), স্টার বেকার (২২), ডেভিড ডাউবার্ট সিনিয়র (৭৯), শ্যানন ডাউবার্ট (৪২), লরা ডাউবার্ট (৪৭) এবং মারিয়ান স্লুসারের (৫৪)।

ধারণা করা হচ্ছে, স্থানীয় সময় শুক্রবার ভোরে বারান্দা থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

নেস্কোপক স্বেচ্ছাসেবক ফায়ার কোম্পানির অগ্নিনির্বাপক সংস্থার হ্যারল্ড বেকার জানান, অগ্নিকাণ্ডে তার ছেলে, মেয়ে, শ্বশুর, শ্যালক, শ্যালিকা, তিন নাতি-নাতনি এবং আরও দুই আত্মীয় মারা গেছেন।

তিনি বলেন, যে তিন শিশু মারা গেছে, তারা ওই বাড়িতে থাকত না। তারা সেখানে গ্রীষ্মকালীন ছুটিতে গিয়েছিল।

পুলিশ বলছে, তারা স্নিফার ডগের সাহায্যে ধ্বংস হওয়া ভবন থেকে মরদেহগুলো উদ্ধার করে। পুলিশের রিপোর্ট অনুযায়ী, দুর্ঘটনাস্থল থেকে তিনজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি নিরাপদে বের হতে সক্ষম হয়েছে।

পেনসিলভানিয়ার গভর্নর টম উলফ টুইটারে লেখেন, এই মর্মান্তিক দুর্ঘটনায় তিনি মর্মাহত।

মার্কিন রেড ক্রস সিএনএনকে বলেছে, জীবিত ও বাস্তুচ্যূতদের জন্য তারা সাহায্যের হাত বাড়িয়েছে।

 

এ জাতীয় আরও খবর

সালমান খানের বাড়িতে হামলায় অভিযুক্ত তরুণের আত্মহত্যা

দাবদাহে তিস্তাপাড়ে সেচের আশীর্বাদ হিমালয়ের বরফগলা পানি

বৃহস্পতিবার সারা দেশের স্কুল-কলেজ বন্ধ

দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বৃহস্পতিবার

যেসব অভিযোগে মামলা হবে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে

মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অজস্র অভিযোগ: হারুন

বিলাসিতা ছেড়ে শ্রমিকদের কল্যাণে বিশেষ নজর দিন; শিল্প মালিকদের প্রধানমন্ত্রী

সব মানুষ বলছে সরকার অধিকার হরণ করছে: ফখরুল

বিএনপি কর্মীরা ক্লান্ত, নেতারা হতাশ: ওবায়দুল কাদের

হাসপাতালে খালেদা জিয়া

কাল থেকে কমতে পারে তাপমাত্রা, শুরু হবে বৃষ্টি

মিল্টন সমাদ্দার গ্রেপ্তার