শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ফলকে লেখা ভবন, তৈরি হলো টিনশেড ঘর!

news-image

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : শ্বেত পাথরের ফলকে বিদ্যালয়ের ভবন নির্মাণের উল্লেখ থাকলেও নির্মিত হয়েছে টিনশেড ঘর। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা উচ্চ বিদ্যালয়ে।

স্থানীয় বাসিন্দা ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২১-২২ অর্থবছরে জাইকার অর্থায়নে মাওহা ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিল থেকে মাওহা উচ্চ বিদ্যালয়ে ভবন নির্মাণের জন্য ৪ লাখ ৮০০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ওই বরাদ্দ থেকে গত জুন মাসে পাঠদানের জন্য বিদ্যালয়ে একটি নতুন টিনশেড ঘর নির্মাণ ও বিদ্যালয়ের একটি চালাঘর সংস্কার করা হয়। গত বুধবার ওই টিনশেড ঘরের পাশে ফলক লাগানো হয়। ফলকে লেখা রয়েছে ‘মাওহা উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণ’।

এদিকে স্থানীয় কয়েকজন ফলক ও টিনশেড ঘরের ছবি ফেসবুকে পোস্ট দেওয়ার পর ভাইরাল হলে জনমনে নানা সমালোচনা শুরু হয়। স্থানীয়রা প্রশ্ন তোলেন, টিনশেড ঘর কীভাবে ভবন হয়?

স্থানীয় বাসিন্দা আনিসুর রহমান আপন বলেন, ‘ভবন বলতে আমরা পাকা-সেমি পাকা ঘরকে বুঝি। টিনশেড ঘর কীভাবে ভবন হয় বিষয়টি বোধগম্য নয়। কোনো অনিয়ম হয়ে থাকলে কর্তৃপক্ষের খতিয়ে দেখা উচিত।’

স্কুলের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, ‘প্রকল্প নির্মাণ কাজ চেয়ারম্যান সাহেব তদারকি করছেন। ইতোমধ্যে পাঠদানের জন্য একটি নতুন টিনশেড ঘর নির্মাণ, একটি চালাঘর সংস্কার ও কিছু বেঞ্চ, টেবিল তৈরি করা হয়েছে। এ প্রকল্পের আওতায় স্কুলে আরো কিছু উন্নয়নমূলক কাজ করা হবে।’

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) মোহাম্মদ আল ফারুক জানান, ‘প্রকল্পের বরাদ্দ থেকে ভ্যাট কেটে যে টাকা থাকে সেটা দিয়ে স্কুলে পাকা ভবন নির্মাণ সম্ভব নয়। ফলকে ভুল লেখা হয়েছে। বরাদ্দ থেকে স্কুলের জন্য দুটি টিনশেড ঘর নির্মাণ ও আসবাবপত্র বানানো হয়েছে। এছাড়া বরাদ্দ থেকে স্কুলের ল্যাবরেটরির আসবাবপত্র তৈরি ও উন্নয়নমূলক কাজ করা হবে।’

উপজেলা এলজিইডির প্রকৌশলী আবু সালেহ মো. ওয়াহেদুল হক বলেন, ‘ভবন বলতে দীর্ঘস্থায়ী ও টেকসই কোন স্থাপনাকে বোঝায়। কেবলমাত্র টিনশেড ঘরকে ভবন বলার সুযোগ নেই।’

গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফ বলেন, ‘কোনো অনিয়ম থাকলে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

 

এ জাতীয় আরও খবর

হিট স্ট্রোকের সহজ ঘরোয়া প্রতিকার

মেয়েকে প্রকাশ্যে আনলেন রাজ-শুভশ্রী

ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়ে মুখ খুললেন তামান্না

গাজায় তিন জিম্মির মরদেহ উদ্ধার ইসরায়েলের

মার্কিন প্রতিনিধির বসাকে সমস্যার সমাধান মনে করা সরকারের ভুল ধারণা : মঈন খান

চট্টগ্রামে লরি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, শিশুসহ পথচারী নিখোঁজ

ইসরায়েলকে গাজায় অভিযানের ‘অজুহাত’ দিয়েছে হামাস : মাহমুদ আব্বাস

ডায়াবেটিস থেকে ত্বকের সমস্যা

বিএনপির সময় ঋণখেলাপি সবচেয়ে বেশি ছিল: আইনমন্ত্রী

১০ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য

ক্যাম্পের বাইরে সেমিনারে অংশ নেওয়া ৩২ রোহিঙ্গা আটক

৪ বিভাগে আরও ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট