বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বন্যার্তদের সেবায় ১০০ মেডিকেল টিম

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত নিম্নাঞ্চলে থাকা মানুষরা। তাদের চিকিৎসা সেবা দিতে ব্রাহ্মণবাড়িয়া স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ১০০টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। জেলার ১০০টি ইউনিয়নের জন্য একটি করে মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। শনিবার (১৮ জুন) ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে বন্যার্তদের সেবার লক্ষ্যে জেলা স্বাস্থ্য বিভাগ এরই মধ্যে প্রস্তুতি নিয়ে রেখেছে। প্রতিটি ইউনিয়নে একটি করে মেডিকেল টিম কাজ করবে। তারা দুর্যোগপূর্ণ এলাকাগুলোতে বাড়ি বাড়ি গিয়ে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইন দিবে। পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেবেন টিমের চিকিৎসক।