সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

রূপচর্চায় ব্যবহার করুন কাঁচা দুধ

news-image

নিউজ ডেস্ক : আমাদের শরীরের জন্য দুধের উপকারিতা অপরিসীম। দুধে থাকা বিদ্যমান উপাদানগুলো যেমন পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, প্রোটিন, ভিটামিন, বায়োটিন ইত্যাদি আমাদের শরীরের জন্য বেশ পুষ্টিকর। দুধ শুধু স্বাস্থ্যের জন্যই নয়, এটি আমাদের ত্বক ভালো রাখতেও সাহায্য করে। রুপচর্চায় কাঁচা দুধ ব্যবহার করলে ত্বকের রোদে পোড়া ভাব দূর হবে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়বে।

আসুন জেনে নেই ত্বকে কাঁচা দুধ কি কি উপায়ে ব্যবহার করবেন:

স্ক্রাব: সপ্তাহে অন্তত দুইবার ত্বকে স্ক্রাবিং করা প্রয়োজন। এতে করে ত্বকের মৃত কোষ উঠে আসতে এবং ত্বকে রোদে পোড়া কালো দাগ দূর করতে সাহায্য করে। কাঁচা দুধ ব্যবহার করতে পারেন এক্সফোলিয়েটিং স্ক্রাব হিসেবে। ১ চামচ কাঁচা দুধের সঙ্গে ১ চামচ চিনি এবং ১ চামচ বেসন মিশিয়ে তৈরি করে নিতে পারেন স্ক্রাবিং এর জন্য প্যাক। এটি ত্বকে ব্যবহার করে আলতো হাতে ১৫ মিনিট ম্যাসাজ করে নিন। এরপর ঠান্ডা পানি দিতে ধুয়ে ফেলুন। ত্বকের উজ্জ্বলতা ফিরে আনতে সাহায্য করবে এই স্ক্রাবিং ফেসপ্যাক টি। পাশাপাশি ব্ল্যালহেডস ও হোয়াইটহেডস দূর করতে সাহায্য করবে। এছাড়া কাঁচা দুধ আর ওটস একত্রে মিশিয়ে স্ক্রাব তৈরি করতে পারেন। এটিও ত্বকের জন্য বেশ কার্যকরী।

ফেস প্যাক: কাঁচা দুধের ফেস প্যাক ত্বকের জন্য বেশ কার্যকরী। কাঁচা দুধের সাথে পরিমাণ মতো মুলতানি মাটি মিশিয়ে তৈরি করে নিন কাঁচা দুধের ফেস প্যাক। এই প্যাক পুরো মুখে মেখে ২৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। উপকার পেতে সপ্তাহে অন্তত ৩ বার প্যাকটি ব্যবহার করুন। এছাড়া কাঁচা হলুদ এর পেস্ট করে কাঁচা দুধের সাথে একত্রে মিশিয়ে আরেকটি ফেস প্যাক তৈরি করে নিতে পারন। এই প্যাক ত্বক ব্রাইট করতে সাহায্য করবে।

ময়েশ্চারাইজার: কাঁচা দুধ ব্যবহার করতে পারেন ময়েশ্চারাইজার হিসেবে। দুই টেবিল চামচ ঠান্ডা কাঁচা দুধের সাথে আধা টেবিল চামচ গ্লিসারিন মিশিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারেন ঘরোয়া ময়েশ্চারাইজার। এটি মুখে ব্যবহার করে ২০ মিনিট অপেক্ষা করুন। শুঁকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বককে ময়েশ্চারাইজড করতে সাহায্য করবে। এছাড়া ত্বক থাকবে হাইড্রেটেড।

 

এ জাতীয় আরও খবর

মেয়রের সামনে কাউন্সিলরকে জুতাপেটা করলেন চামেলী!

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন

নির্বাচনের পর আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে সরকার : ফখরুল

২৪ উপজেলায় ইভিএমে ভোট হবে মঙ্গলবার

এলজিইডি’র সেই প্রকৌশলীর স্ত্রীরও ৬ কোটি টাকার অবৈধ সম্পদ!

রাইসির হেলিকপ্টার দুর্ঘটনায় আমরা জড়িত নই: ইসরায়েলি কর্মকর্তা

কঠোরভাবে বাজার মনিটরিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

‘গিভ অ্যান্ড টেকের অফার অনেকেই দেয়, মেডিকেলের স্যারও দিয়েছিল’

বিয়ের পর আমার কাজের মান ভালো হয়েছে

৪ দিনেও খোঁজ মেলেনি ভারতে নিখোঁজ এমপি আনারের

বঙ্গবন্ধু শান্তি পদক দেবে সরকার, পুরস্কার কোটি টাকা ও স্বর্ণ পদক

অটোরিকশা চালকদের তাণ্ডবের ঘটনায় ৪ মামলা, আসামি প্রায় ২৫০০