বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ছদ্মবেশ নেওয়ার পরিকল্পনাও আছে : বুবলী

news-image

বিনোদন প্রতিবেদক : এবারের ঈদ চিত্রনায়িকা শবনম বুবলীর জন্য অন্যরকম আনন্দের। কারণ এবারই প্রথম ছোট-বড় দুই পর্দা এবং অনলাইন প্ল্যাটফর্মে থাকছে তার উপস্থিতি। ঈদের দিন চরকিতে মুক্তি পাচ্ছে বুবলী অভিনীত ওয়েব ফিল্ম ‘৭ নাম্বার ফ্লোর’। আর দুই বছর পর বিরতির পর হলে আসছে তার নতুন সিনেমা। শাহিন সুমনের পরিচালনায় ‘বিদ্রোহী’ শিরোনামের এ সিনেমায় তার বিপরীতে আছেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। দেশের ১০২ হলে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

অন্যদিকে, ঈদের দিন থেকে টানা পাঁচদিন টিভিতে দেখানো হবে বুবলী অভিনীত ‘সুপার হিরো’, ‘ক্যাপ্টেন খান’ ‘চিটাগাইংগ্যা পোয়া, নোয়াখাইল্ল্যা মাইয়া’, ‘রংবাজ’ ও ‘অহংকার’ সিনেমাগুলো। সব মিলিয়ে বলা যায়, এবার অন্যরকম ঈদই কাটবে বুবলীর।

বুবলীর ভাষ্য, ‘দুই বছর পর ঈদে আমার নতুন সিনেমা আসছে। আবার টিভিতেও থাকছে পাঁচটি সিনেমা। যা প্রথমবারের মতো দেখার সুযোগ পাবেন টিভির দর্শকেরা। ওটিটিতেও থাকছে আমার নতুন কাজ। সব মিলিয়ে আমার কাছে দারুণ আনন্দ লাগছে, যা বলে বোঝানো যাবে না। মনে হচ্ছে আমার ঈদ যেন আগেই শুরু হয়ে গেছে।’

হলে গিয়ে নতুন সিনেমা দেখবেন কিনা জানতে চাইলে নায়িকা বলেন, “অবশ্যই যাব। কতদিন পর নতুন ছবি আসছে আর আমি যাব না, তা কি হয়। ইচ্ছে আছে ঈদের পরদিন হলে গিয়েই ছবিটি দেখার। এ ছাড়াও এই ঈদে মুক্তি পাওয়া ‘শান’ এবং ‘গলুই’ও দেখব।’

বুবলী আরও বলেন, ‘ঈদের আনন্দ সবার সঙ্গে শেয়ার করতে নায়িকা হিসেবে সিনেমা হলে যাওয়া হবে। তা ছাড়া সুযোগ পেলে ছদ্মবেশ নেওয়ার পরিকল্পনাও আছে। লোকাল হলে গিয়ে দর্শকসারিতে বসে ছদ্মবেশে ছবি দেখার মজাই আলাদা। এভাবে আমি অনেকবার ছবি দেখেছি। বাংলা ছবি দেখার আসল স্বাদটা পাওয়া যায়।’

ঈদের দিনটি কীভাবে কাটানোর পরিকল্পনা করেছেন? উত্তরে বুবলী বলেন, ‘বরাবরের মতো এবার ঈদের দিনটি পরিবারের সঙ্গেই কাটানো হবে। আত্মীয়-স্বজন সবাইকে নিয়েই দিনটি পার হবে। এমনও হয় ঈদে অনেক আত্মীয়ের সঙ্গে অনেকদিন পর দেখা হয়। তাই এই আনন্দটা মিস করতে চাই না। আর ঈদের পরদিন সিনেমা হলগুলো ঘুরে দেখার পরিকল্পনা আছে। নতুন সিনেমাগুলো দেখব।’

এ জাতীয় আরও খবর

হুমকি দিয়েই পোস্ট সরিয়ে নিলেন তিশা, কী লেখা ছিল তাতে?

দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বিকেলে

ঘরে-বাইরে কোথাও সম্মান পান না প্রবাসীরা

দেশের ফেরার আগে মোস্তাফিজের চমক

মৃত্যু সনদ জাল করার অভিযোগে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মামলা

বিরক্ত হয়েই শাকিবের পরিবার এই সিদ্ধান্ত নিয়েছে : অপু বিশ্বাস

তিউনিসিয়া উপকূলে নিহত ৮ বাংলাদেশির লাশ আজ দেশে পৌঁছাবে

রাজধানীতে ট্রাকের ধাক্কায় রিকশাচালক নিহত

আদালতে লিফট আতঙ্ক, ভোগান্তিতে আইনজীবী-বিচারপ্রার্থীরা

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া

অবশেষে নামলো বৃষ্টি, দাবদাহে পুড়তে থাকা মানুষের স্বস্তির নিশ্বাস

হবিগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫