শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

হাতিরঝিলে ঠাঁয় দাঁড়িয়ে যানবাহন, গাড়িতে বসেই ইফতার

news-image

নিউজ প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন সড়কে রোজার দ্বিতীয় দিনেও ইফতারির আগে যানজটের সৃষ্টি হয়েছে। বিকেলে অফিস টাইম শেষ হওয়ার পর থেকে সড়কে যানবাহনসহ মানুষের উপস্থিতি বাড়তে থাকে। সবার চেষ্টা ইফতারিতে পরিবারের সঙ্গে যুক্ত হওয়া। তবে প্রথম রোজার মতো আজও ইফতারির আগে রাজধানীজুড়ে দেখা গেছে তীব্র যানজট। এর মধ্যে সব থেকে বেশি জটলা ছিল হাতিরঝিল এলাকায়। এফডিসি ক্রসিং থেকে হাতিরঝিল পুলিশ প্লাজামুখী যানবাহনগুলোকে ঠাঁয় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অনেকে সময় মতো ঘরে ফিরতে না পেরে গাড়িতে বসেই ইফতার সেরেছেন।

সোমবার (৪ এপ্রিল) বিকেল ৪টায় সরেজমিনে হাতিরঝিল ঘুরে এমন চিত্রই চোখে পড়েছে। মূলত এফডিসি ক্রসিং থেকে বাংলাদেশ বেতার পর্যন্ত ছিল সবচেয়ে বেশি জটলা। অন্যদিকে বাংলাদেশ বেতার থেকে হাতিরঝিল হয়ে মগবাজার আসার পথেও ভোগান্তি পোহাতে হয়েছে রোজাদারদের।

হাতিরঝিলে সিএনজিতে বসা মনিরুল ইসলাম নামের এক যাত্রী জানান, তিনি প্রায় ৪০ মিনিট ধরে একই স্থানে বসে আছেন। গাড়ির চাকা একটুও ঘুরছে না। প্রচণ্ড জ্যাম আর গরমে হাপিত্যেশ অবস্থা। যাবেন উত্তরা জসিম উদদীন সড়কে মেয়ের বাসায়। একসঙ্গে ইফতার করার কথা। অথচ সময় মতো যেতে পারবেন কি না- তা নিয়েই দেখা দিয়েছে অনিশ্চয়তা।

হাতিরঝিলে ৪০ মিনিট দাঁড়িয়ে আছি। কখন জটলা ছাড়বে আর কখন মেয়ে-নাতনির সঙ্গে ইফতারি করবো কে জানে’- বলেন মনিরুল ইসলাম।

যানজট মাড়াতে অনেককে রুট পরিবর্তনের চেষ্টা করতে দেখা গেছে। কিন্তু তাতেও জটলা থেকে মুক্তি মেলেনি। বাইসাইকেল চালকরা ফুটপাত ধরে হেঁটেছেন বাহনটিকেই উল্টো নিজের কাঁধে চড়িয়ে।

শুধু হাতিরঝিল নয়, রোজার দ্বিতীয় দিন বিকেলে বনানী ও গুলশান এলাকার চিত্রও ছিল একইরকম। মূলত বিকেল ৩টায় সরকারি অফিস ছুটি ও পরিবারের সঙ্গে কর্মজীবীদের ইফতার করার তাড়ার কারণেই সড়কে বাড়তি চাপ তৈরি হয়েছে বলে যাত্রীরা জানিয়েছেন।

পুলিশ প্লাজা থেকে গুলশান-১ নম্বর সড়কে যানবাহনের জটলায় নাকাল রোজাদাররা। বেসরকারি চাকরিজীবী আরিফুল হক বলেন, সারাদিন অফিস করে সন্ধ্যায় পরিবারের সঙ্গে ইফতারিতে অংশ নেওয়ার একটা তাড়া থাকে। গুলশানেই ৫টা বাজে। মিরপুর পল্লবী কখন পৌঁছাবো কে জানে। আমার মনে হয় না আজ পরিবারের সঙ্গে ইফতার করতে পারবো।

 

এ জাতীয় আরও খবর

হিট স্ট্রোকের সহজ ঘরোয়া প্রতিকার

মেয়েকে প্রকাশ্যে আনলেন রাজ-শুভশ্রী

ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়ে মুখ খুললেন তামান্না

গাজায় তিন জিম্মির মরদেহ উদ্ধার ইসরায়েলের

মার্কিন প্রতিনিধির বসাকে সমস্যার সমাধান মনে করা সরকারের ভুল ধারণা : মঈন খান

চট্টগ্রামে লরি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, শিশুসহ পথচারী নিখোঁজ

ইসরায়েলকে গাজায় অভিযানের ‘অজুহাত’ দিয়েছে হামাস : মাহমুদ আব্বাস

ডায়াবেটিস থেকে ত্বকের সমস্যা

বিএনপির সময় ঋণখেলাপি সবচেয়ে বেশি ছিল: আইনমন্ত্রী

১০ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য

ক্যাম্পের বাইরে সেমিনারে অংশ নেওয়া ৩২ রোহিঙ্গা আটক

৪ বিভাগে আরও ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট