বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইলিশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে কলকাতার ব্যবসায়ীদের আবেদন

news-image

আন্তর্জাতিক ডেস্কভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের সময় বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়ার আবেদন করেছেন কলকাতার মাছ ব্যবসায়ীরা। ২০১২ সাল থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা রয়েছে।

উল্লেখ্য, বেশ কিছু দিন ধরে ইলিশের ওপর বাংলাদেশ সরকারের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন কলকাতার মাছ ব্যবসায়ীরা। পশ্চিমবঙ্গ সরকার কিছুদিন ধরে মিয়ানমার থেকে ইলিশ আমদানি শুরু করেছে। তবে সেখানকার ভোজনরসিকদের মতে, মিয়ানমারের ইলিশ বাংলাদেশের ইলিশের মতো সুস্বাদু নয়।

আগামী ৬-৭ জুন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাংলাদেশ সফরকে সামনে রেখে কলকাতার ‘হিলসা ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’ ইতিমধ্যে ইলিশের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়ার আবেদন করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিংহের কাছে আবেদনও জমা দিয়েছে সংগঠনটি। তাঁদের দাবি, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী যেন এবারের ঢাকা সফরের সময় তাঁদের আবেদনটি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে তোলেন।

হিলসা ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অতুল দাস আজ শুক্রবার বিকেলে প্রথম আলোকে বলেন, তাঁরা ইলিশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য বাংলাদেশ সরকারের কাছেও আবেদন করেছেন। তাঁরা আশাবাদী যে, মোদি-মমতার বাংলাদেশ সফরে ইলিশ রপ্তানির জট খুলে যেতে পারে।

এ জাতীয় আরও খবর

সালমান খানের বাড়িতে হামলায় অভিযুক্ত তরুণের আত্মহত্যা

দাবদাহে তিস্তাপাড়ে সেচের আশীর্বাদ হিমালয়ের বরফগলা পানি

বৃহস্পতিবার সারা দেশের স্কুল-কলেজ বন্ধ

দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বৃহস্পতিবার

যেসব অভিযোগে মামলা হবে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে

মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অজস্র অভিযোগ: হারুন

বিলাসিতা ছেড়ে শ্রমিকদের কল্যাণে বিশেষ নজর দিন; শিল্প মালিকদের প্রধানমন্ত্রী

সব মানুষ বলছে সরকার অধিকার হরণ করছে: ফখরুল

বিএনপি কর্মীরা ক্লান্ত, নেতারা হতাশ: ওবায়দুল কাদের

হাসপাতালে খালেদা জিয়া

কাল থেকে কমতে পারে তাপমাত্রা, শুরু হবে বৃষ্টি

মিল্টন সমাদ্দার গ্রেপ্তার