বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সংসদে বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী

news-image

জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এর আগে প্রস্তাবিত বাজেটের খসড়া মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেয়া হয়।

সংসদে কালো মুজিব কোট ও সাদা পায়জামা পাঞ্চাবি পরিহিত অর্থমন্ত্রী আসেন বিকেল সাড়ে তিনটায়। এরপর তিনি স্পিকার শিরিণ শারমিনের কাছে প্রস্তাবিত বাজেট উত্থাপনের অনুমতি চান। অর্থমন্ত্রী তার দীর্ঘ এ বাজেট ভাষণ বসে দেয়ার অনুমতি চাইলে স্পিকার অনুমতি দেন।

এবারের বাজেটের আকার ২ লাখ ৯৫ হাজার কোটি টাকা। বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সংসদের কেবিনেট কক্ষে মন্ত্রিসভার বিশেষ এই বৈঠকে এ অনুমোদন চূড়ান্ত হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ মন্ত্রিসভার সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন। এটি আওয়ামী লীগ সরকারের টানা দ্বিতীয় মেয়াদের দ্বিতীয় বাজেট।

বিস্তারিত আসছেৃ