বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

উবুন্টু’র স্মার্টফোন

news-image

প্রযুক্তি ডেস্কমুক্ত সফটওয়্যার হিসেবে উবুন্টুর বেশ খ্যাতি রয়েছে। স্মার্টফোনের জন্য সাধারণত বেশি ব্যবহৃত হয় অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম। এরপরই আছে অ্যাপলের আইওএস কিংবা মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম। উবুন্টু চালিত স্মার্টফোন বাজারে আনলো ক্যানোনিক্যাল নামের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। একাজে তাদের সাহায্য করেছে স্পেনের বিকিউ।

এ বছরের ফেব্রুয়ারিতে ক্যানোনিক্যাল উবুন্টু চালিত স্মার্টফোন প্রথম অবমুক্ত করে। এরপর চার মাসের বিরতিতে ফের দ্বিতীয় সংস্করণ ছাড়া হলো। এটি উবুন্টু অপারেটিং সিস্টেমের অ্যাকুয়ারিস ই৫ এইচডি সংস্করণ।

ডুয়েল সিমের এই স্মার্টফোনটিতে আছে ৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে, ১.৩ গিগাহার্টজের কোয়াড কোর মিডিয়াটেক প্রসেসর, ১৬ জিবি বিল্টইন মেমোরি স্টোরেজ।

স্মার্টফোনটির পেছনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। সেলফি তোলার জন্য সামনে রয়েছে ৫ মেগাপিক্সেল। উবুন্টু অপারেটিং সিস্টেম চালিত ফোনটি বিকিউ‘র অনলাইন স্টোরে পাওয়া যাচ্ছে।

এটির মূল্য ১১৯ ইউরো। এই জুনের মাঝামাঝি এটি বাজারে আসবে।