বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টেস্ট দল থেকে বাদ অভিজ্ঞ চন্দরপল

news-image

ক্রীড়া ডেস্কটেস্ট দল থেকে বাদ অভিজ্ঞ চন্দরপল একসময়ের ক্যারিবিয়ান ব্যাটিংয়ে নির্ভরযোগ্য বলে প্রমাণিত শিবনারায়ন চন্দরপলের প্রয়োজন ফুরিয়ে আসছে দলে। ওয়ানডে দলে অনেকদিন ধরেই অনিয়মিত, এবার বন্ধ হয়ে গেলো টেস্ট দলেও। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ জুন থেকে শুরু হতে চলা সিরিজের প্রথম টেস্টের জন্য ঘোষিত ১৪ সদস্যের ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে জায়গা হয়নি অভিজ্ঞ চন্দরপলের।
ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ রানের মালিক হতে মাত্র ৮৭ রান দূরে থাকা চন্দরপলে আস্থা রাখতে পারছেন না দলের নির্বাচকরা।
সদ্য শেষ হওয়া ইংল্যান্ড সিরিজের তিন টেস্টে মাত্র ১৫.৩৩ গড়ে ৯২ রান সংগ্রহ করেন চন্দরপল। সর্বশেষ ১০ টেস্ট ইনিংসে মাত্র একটি অর্ধশতক আছে চন্দরপলের, এর মধ্যে ৬ ইনিংসেই তিনি একের ঘর থেকে বের হতে পারেননি।
চন্দরপলের সাথে সাথে বাদ পড়েছেন ডেভন স্মিথ এবং কার্লোস ব্রেথওয়েটের মতো ব্যাটসম্যানরা। দলে জায়গা হয়েছে অভিষেকের অপেক্ষায় থাকা শেন ডাওরিচ এবং রাজিন্দ্রা চন্দ্রিকা। ব্রায়ান লারার সাথে দলের পক্ষে খেলা শুরু করা চন্দরপলের ক্যারিয়ার ফর্ম সঙ্কট এবং বয়সের কারণে হয়তো শেষ, এমনটাই ধারণা ক্রিকেট বিশেষজ্ঞদের।