বৃহস্পতিবার, ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

রংপুর নগরীতে ওষুধ ও কয়েল কারখানায় অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা

news-image

রংপুর ব্যুরো : রংপুর নগরীতে ‘ইকো ল্যাবরেটরিজ’ ইউনানি ফ্যাক্টরি ও ভরসা মশার কয়েল ফ্যাক্টরিতে অভিযান চালিয়েছে মেট্রোপলিটন ডিবি পুলিশ। এসময় বৈধ কাগজপত্র দেখাতে না পারায় কারখানা দুটিকে ৩০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তনুকা ভৌমিক। এসময় ঔষধ প্রশাসন অধিদফতর ও স্বাস্থ্য অধিদফতর রংপুরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিবি) কাজী মুত্তাকী ইবনু মিনান।প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকাল তিনটার দিকে নগরীর তাজহাট থানাধীন ‘ইকো ল্যাবরেটরিজ’ ইউনানি ফ্যাক্টরিতে অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানকালে ইউনানি ফ্যাক্টরির কাগজপত্র যাচাই বাছাই করে দেখা যায়, প্রতিষ্ঠানটির পরিবেশ অধিদফতর ও ফায়ার সার্ভিসের ছাড়পত্র নেই। অনুমোদনবিহীন কিছুসংখ্যক ওষুধ প্রস্তুত করা হচ্ছে। ওষুধ তৈরির কাঁচামাল সঠিকভাবে সংরক্ষণ করা হয়নি। শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী যেমন- মাস্ক, গ্লোভস, অ্যাপ্রোন ছিল না। এসব অপরাধের দায়ে ঔষধ প্রশাসন অধিদফতর রংপুরের প্রতিনিধির উপস্থিতিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট তনুকা ভৌমিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানের মালিক মশিউর রহমান শাহীনকে দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদ-ের আদেশ দেন। একই সাথে ত্রুটি সংশোধন করে ফ্যাক্টরিটির সকল কার্যক্রম ও উৎপাদন করার আদেশ দেওয়া হয়।

অপর অভিযানে ভরসা মশার কয়েল ফ্যাক্টরির কাগজপত্র যাচাই বাছাই করে ডিবি পুলিশ। এসময় কারখানাটিরতে পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ও ফায়ার সার্ভিসের ছাড়পত্র না থাকা। অনুমোদনবিহীন পণ্য প্রস্তুত করা, পণ্য তৈরির কাঁচামাল সঠিক প্রক্রিয়ায় সংরক্ষণ না করাসহ শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী না থাকার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানের মালিকের পক্ষে ম্যানেজার সোহেল রানাকে বিশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদ-ের আদেশ দেন। সেই সাথে ত্রুটি সংশোধনপূর্বক ফ্যাক্টরিটির সকল কার্যক্রম ও উৎপাদন করার আদেশ দেন।

এ জাতীয় আরও খবর